ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি: মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি: মাহমুদউল্লাহ

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকারই কথা মাহমুদউল্লাহ রিয়াদের। ইংলিশদের বিপক্ষেই তো সবচেয়ে বড় সুখস্মৃতি তার।

২০১৫ বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি (১০৩) করেছিলেন এই ডানহাতি ব্যাটম্যান।

এর আগেও ইংলিশদের সাথে যতবার খেলার সুযোগ পেয়েছেন এই অলরাউন্ডার, কোনোবারই মন্দ করেননি। ব্যাট হাতে, নয়তো বোলিংয়ে দাপট দেখিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার তো ঘরের মাঠেই পাওয়া যাবে ইংল্যান্ডকে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে ইংলিশরা। এজন্য মিরপুরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অন্য সবার চেয়ে ইংল্যান্ড সিরিজ নিয়ে একটু বেশিই রোমাঞ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ, ‘নিজের মধ্যে বেশ রোমাঞ্চ কাজ করছে। আসলে আমরা সবাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করছি সিরিজটা ভালোভাবে শেষ হবে। খেলোয়াড়ারা কঠোর পরিশ্রম করছে। সবাই খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি আছে, এবার টেস্ট সেঞ্চুরির কথা মাথায় কাজ করছে কিনা জানতে চাইলে রিয়াদ বলেন, ‘ওয়ানডের পর টেস্ট সেঞ্চুরি নিয়ে তো স্বপ্ন আছেই। তবে এই মুহূর্তে আমরা ফিটনেস নিয়ে ভাবছি।   আমরা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথা ভাবছি। ব্যক্তিগত স্বপ্ন তো আছেই, তবে এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে চাইছিনা। ’

বিদেশি কোচিং স্টাফদের ছাড়াই চলছে বাংলাদেশ দলের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে থাকা ক্যাম্পের ২৮ ক্রিকেটারের অনেকেই নতুন। তবে এটা পুষিয়ে নিতে সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিচ্ছেন বলে জানালেন মাহমুদউল্লাহ, ‘ক্যাম্প শুরুর আগে আমাদের সবার মধ্যে আলোচনা হয়েছে যে, আমরা গত দুই-তিন বছর কিভাবে অনুশীলন করেছি বা আমাদের আচরণ কিভাবে পরিবর্তন হচ্ছে এটা সবাইকে জানিয়ে দেয়া। সবাই কিভাবে কঠোর অনুশীলন করবো তা নিয়ে আলোচনা হচ্ছে। দলে তরুণরা আছে, সিনিয়ররা মিলে ভালোভাবে ক্যাম্প শেষ করতে চাই। ’

২০১৫ সালে টানা ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এ বছরটা ঠিক যেন তার বিপরীত। এ বছর আন্তর্জাতিক ম্যাচ বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। এরপর প্রায় চার মাসের বিরতি। লম্বা বিরতির ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন,  ‘ক্রিকেটাররা বিষয়টা কিভাবে নিচ্ছি সেটাই হলো আসল বিষয়। তবে ক্রিকেটাররা প্রিমিয়ার লিগ খেলেছে। সবাই খুব ভালো পারফরম্যান্স করেছে। সামনে অনেক সিরিজ আছে। ক্যাম্প শুরু হয়েছে বেশ কিছুদিন সময় পেয়েছি। যেহেতু আমরা সারা বছর খুব বেশি সময় পাইনা তাই ২১-২৫ দিন যা সময় পেয়েছি, সময় অনুযায়ী যেন আমরা কাজে লাগাতে পারি। সেই অনুযায়ী পরিশ্রম করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।