ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াগনার ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ওয়াগনার ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক হয়ে টেস্ট খেলতে নেমে নিজেদের মাটিতে প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সফরকারী নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে যোগ করেছে বিনা উইকেটে ৩২ রান, পিছিয়ে আরও ১৩২ রান।

আগে ব্যাট করা জিম্বাবুয়ে কিউইদের বাঁহাতি পেসার নেইল ওয়াগনারের কাছেই বড় সংগ্রহ গড়তে পরাজিত হয়। একাই ৬টি উইকেট তুলে নেন এই পেসার। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন দশ নম্বরে নামা তিরিপানো। টপঅর্ডারের ব্যর্থতার দিন সাত নম্বরে নামা প্রিন্স মাসভোর করেন ৪২ রান।

এছাড়া, চিভাবা ১৫, মাসাকাদজা ১৫, আরভিন ১৩, উইলিয়ামস ১, সিকান্দার রাজা ২২ রান করে বিদায় নেন।

কিউইদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন টিম সাউদি এবং মিচেল স্যান্টনার।

ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৩২ রান তুলে দিন শেষ করে সফরকারী নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল ১৪ এবং টম ল্যাথাম ১৬ রান করে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।