ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি দলে অভিষেকের অপেক্ষায় হোল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
অজি দলে অভিষেকের অপেক্ষায় হোল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: গল টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে পারেন ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার জন হোল্যান্ড। চলমান প্রথম টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে সিরিজ থেকেই ছিটকে গেছেন স্পিন অলরাউন্ডার স্টিভ ও’কিফি।

তার জায়গায় চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অজি স্কোয়াডে যোগ দেবেন হোল্যান্ড। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট ম্যাচটি শুরু হবে।

অজি দলের ফিজিও ডেভিড বিকলি বলেন, ‘গতকাল (তৃতীয় দিন, ২৮ জুলাই) দ্বিতীয় সেশনে ফিল্ডিংয়ে বল তাড়া করার সময় স্টিভের ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি হয়। প্রাথমিক মূল্যায়ন বলছে, সিরিজের বাকি ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না। ক্যান্ডিতে এই ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত সে টিমের সঙ্গেই থাকবে। অস্ট্রেলিয়ায় ফেরার পর তার ইনজুরি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ’

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩৮ ম্যাচে ১০৬টি উইকেট নিয়েছেন হোল্যান্ড। ভিক্টোরিয়াকে শেফিল্ড শিল্ডের শিরোপা এনে দিতে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গত মার্চে অ্যাডিলেডে অনুষ্ঠিত ফাইনালে তিনি সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংস মিলে আটটি উইকেট দখল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।