ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইউনিস খানের রেকর্ড ভাঙলেন মেন্ডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ইউনিস খানের রেকর্ড ভাঙলেন মেন্ডিস ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাল্লেকেলে টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন ২১ বছর বয়সী কুশল মেন্ডিস। ১৭৬ রানের অসাধারণ ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন উদীয়মান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

 

এই মাঠে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন মেন্ডিস। ছাড়িয়ে গেছেন ইউনিস খানকে। গত বছরের জুলাইয়ে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অপরাজিত ১৭১ রানের ইনিংস উপহার দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং জিনিয়াস।

অজিদের বিপক্ষে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেন্ডিস। হোবার্টে ২০০৭ সালে কুমার সাঙ্গাকারার ১৯২ রানের ঝলমলে ইনিংসটি এখনো অক্ষত! শুধু তাই নয়, সাঙ্গাকারার পর দ্বিতীয় লঙ্কান ব্যাটসম্যান হিসেবে তিনি অজিদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দেড়শ বা তার বেশি রান করেছেন।

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পান মেন্ডিস। এটিও জায়গা করে নেয় রেকর্ড বুকের পরিসংখ্যানে। শ্রীলঙ্কার সবচেয় কম বয়সী (২১ বছর ১৭৭ দিন) ব্যাটসম্যান হিসেবে অজিদের বিপক্ষে টেস্ট শতক হাঁকিয়েছেন। আগের কীর্তিটি ছিল কালুভিথারানার (২২ বছর ২৬৭ দিন)।

লো-স্কোরিং প্রথম ইনিংসের পর মেন্ডিসের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে চতুর্থ দিনে সফরকারীদের ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে লঙ্কানদের ১১৭ রানে গুটিয়ে দেওয়ার পর স্টিভেন স্মিথরা ২০৩ রানে অলআউট হয়। মেন্ডিসময় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ৩৫৩ রানের স্কোর দাঁড় করায়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।