ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আরও পরিণত হচ্ছে বিপিএল’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
‘আরও পরিণত হচ্ছে বিপিএল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাত্রা যোগ করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। ২০১২ সালে মাঠে গড়ায় বিপিএলের প্রথম আসর।

বিপিএলকে দেখার অপেক্ষায় যখন ক্রিকেটপ্রেমীরা ঠিক তখনই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে ঝড় বয়ে যায় দেশের ক্রীড়াঙ্গনে।

এই টুর্নামেন্ট আদৌ আর কখনো অনুষ্ঠিত হবে কি না, এ নিয়েও সংশয় ছিলো। প্রায় ‍দুই বছর ঝুলে থাকার পর ২০১৫ সালের নভেম্বরে গড়ায় তৃতীয় আসরটি। তারই ধারাবাহিকতায় আগামী ৬ নভেম্বর শুরু হবে বিপিএলের চতুর্থ আসর।

এবারের আসরকে ঘিরে বিসিবির ভাবনা-প্রস্তুতির কথা জানার চেষ্টা করেছে বাংলানিউজ। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজাল-উর-রহমান সিনহা জানান, ‘একটু একটু করে বিপিএল আয়োজন সুন্দর হচ্ছে। প্রথম দিকের আসরগুলোতে ম্যাচ ফিক্সিংয়ের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ফ্র্যাঞ্চাইজি-খেলোয়াড়রা এ জন্য শাস্তিও পেয়েছে। গতবার কিন্তু তেমন কিছুই হয়নি। আমরা এসব সমস্যা কাটিয়ে উঠছি। ধীরে ধীরে পরিণত হচ্ছে বিপিএল। এবার ভালোমানের একটি বিপিএল আয়োজন করতে চাই। ’

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড দল। ০১ নভেম্বর শেষ হবে সিরিজ। সিরিজ শেষে ০৬ নভেম্বর বিপিএল খেলতে মাঠে নামবেন সাকিব-তামিমরা। বিপিএল শেষ হতেই ডিসেম্বরে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। বিপিএলই হতে যাচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি।

দল ও ভেন্যু বাড়ছে:
২০১২ সালে ঢাকা ও চট্টগ্রামে বিপিএলের প্রথম আসরে খেলেছিল ছয়টি দল। পরের বছর দ্বিতীয় আসরে ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি খুলনাতে খেলেছিল ৭টি দল। তৃতীয় আসরে আবার দল নেমে আসে ছয়টিতে, ভেন্যুও ছিল শুধু ঢাকা ও চট্টগ্রাম। এবারের আসরে দল ও ভেন্যু আবারো বাড়ছে। আটটি দল অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আফজাল-উর-রহমান জানান, ‘এবারের আসরে দল ও ভেন্যু বাড়ছে। গতবার আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তবে শেষ মুহূর্তে দল বাড়াতে পারিনি। গতবার যারা আগ্রহী ছিলেন এবার তাদের সুযোগ দেয়া হবে। আমাদের বোর্ড সভাপতিও তেমনটাই চাইছেন। ’

নিরাপত্তা ও দেশের বর্তমান পরিস্থিতি:
গুলশান-শোলাকিয়া-কল্যানপুরের ঘটনার পর যে কোনো বড় আসর আয়োজনে নিরাপত্তার ব্যাপারটি সামনে এসেই যায়। নিরাপত্তা প্রসঙ্গে আফজাল-উর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে ক্রিকেট বোর্ড থেকে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। শতভাগ নিরাপত্তা দিতে বিসিবি সচেষ্ট। পৃথিবীর যে কোনো দেশেই কোনো না কোনো কিছু ঘটে যাচ্ছে, তারপরও কেউ কিন্তু বসে নেই। সন্ত্রাসীদের দমনে সরকারও ভালো স্টেপ নিয়েছে। নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বিপিএল। ’

ভালোমানের বিদেশি ক্রিকেটার:
গত তিনটি আসরের মতো বিশ্বমানের ক্রিকেটারদের এবার পাওয়া যাবে কিনা-এ প্রশ্নের জবাবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘নভেম্বরে বিদেশি ক্রিকেটাররা ফ্রি থাকেন। এ জন্যই নভেম্বর মাসকে বিপিএল আয়োজন করার লক্ষ্য থাকে আমাদের। আশা করি ভালোমানের বিদেশি ক্রিকেটারই খেলবে চতুর্থ আসরে। ’

ক্রিকেটারদের বকেয়া পাওনা:
প্রথম দুই আসরে খেলোয়াড়দের পাওনা নিয়ে তৈরি হওয়া জটিলতায় গতবার তৃতীয় আসরে আগেভাগেই সতর্ক ছিল বিসিবি। তারপরও দুই ফ্র্যাঞ্চাইজি (সিলেট সুপারস্টারস ও রংপুর রাইডার্স) এখনো ক্রিকেটারদের পাওনা শতভাগ মেটায়নি। এ ব্যাপারে আফজাল-উর-রহমান জানান, ‘এ দুইটি ফ্র্যাঞ্চাইজির আংশিক পেমেন্ট বকেয়া আছে। এজন্য আমরা তাদের চিঠি দেব। তারপর আইনি ব্যবস্থা নেব। তারা পাওনা পরিশোধ না করলে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে তারা এবারের আসরে অংশ নিতে পারবে কিনা। ’

আগস্টের দ্বিতীয় সপ্তাহে গভর্নিং কাউন্সিলের সভা:
চতুর্থ আসরের রূপকল্প সাজাতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে সভা করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এরপর বোর্ড সভায় অনুমোদনের পর কাজ শুরু করবে কাউন্সিল। এ ব্যাপারে আফজাল-উর-রহমান বলেন, ‘পূর্ব অভিজ্ঞতার ‍আলোকে আয়োজনে যেন কোনোরকম ত্রুটি না থাকে তার জন্য আমরা চেষ্টা করব। বিপিএল কিভাবে হবে তার রূপকল্প আগস্টের মাঝামাঝি সময়ে করা হয়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।