ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতে মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
রাতে মাঠে নামছেন সাকিব

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কয়েকদিনের বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে এই আসর। এবারে আমেরিকার মাটিতে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জ্যামাইকা তালাওয়াসের হয়ে আজ রাতে মাঠে নামবেন টাইগার সেরা অলরাউন্ডার।

আমেরিকার ফ্লোরিডায় জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকসের ম্যাচটি (২৭তম ম্যাচ) অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে সাকিবদের বিপক্ষে লুসিয়া জুকসকে মাঠে দলকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলপতি ড্যারেন স্যামি।

এবারের আসরে জ্যামাইকার হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন সাকিব। এখন পর্যন্ত ব্যাট হাতে তিনি ১৩০ রান করেছেন। এর মধ্যে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। আর বল হাতে তিনি নিয়েছেন ছয়টি উইকেট।

সাকিবের জ্যামাইকা ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। ৮ ম্যাচ খেলে ৬টি জয় আর একটি পরাজয়ের পাশাপাশি তার দলের একটি ম্যাচ পরিত্যক্ত হয়। জ্যামাইকার অর্জিত পয়েন্ট সর্বোচ্চ ১৩। এক ম্যাচ বেশি খেলে গায়ানা অর্জন করেছে ১২ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সেন্ট লুসিয়া এবং ত্রিনিবাগো নাইট রাইডার্স।

আগামী ৩১ জুলাই দিবাগত রাত দুইটায় (০১ আগস্ট) জ্যামাইকা তাদের পরের ম্যাচে একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।