ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আমেরিকায় বল হাতে উজ্জ্বল সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
আমেরিকায় বল হাতে উজ্জ্বল সাকিব ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) কয়েকদিনের বিরতির পর আবারো মাঠে গড়ায় এই আসরের বাকি ম্যাচ। এবারে আমেরিকার মাটিতে খেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নেমে ৬৩ রানের হারের স্বাদ নিতে হয় টাইগার সেরা অলরাউন্ডারকে।

আমেরিকার ফ্লোরিডায় জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকসের ম্যাচটি (২৭তম ম্যাচ) শুরু হয় বাংলাদেশ সময় রাত দশটায়। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে আগে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে, ৮ উইকেট হারিয়ে জ্যামাইকার ইনিংস থামে ১৪৩ রানের মাথায়।

এবারের আসরে জ্যামাইকার হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে ছিলেন সাকিব। আমেরিকার এই ম্যাচেও ব্যতিক্রম হয়নি। ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা আর আন্দ্রে রাসেলদের সঙ্গে জ্যামাইকার হয়ে মাঠে নামেন সাকিব।

অন্যসব বোলাররা যখন লুসিয়ার ব্যাটসম্যানদের কাছে নাকাল, সাকিব তখন বল করে গেছেন আপন ফর্ম ধরে রেখে। জ্যামাইকার কিপটে বোলারও তিনি। ৪ ওভার বল করে একটি উইকেট তুলে নিয়েছেন মাত্র ২৫ রান খরচায়। তবে, ব্যাটিংয়ে নেমে খালি হাতেই ফিরতে হয় সাকিবকে।

আগে ব্যাটিংয়ে নামা লুসিয়ার ওপেনার আন্দ্রে ফ্লেচার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার ৪৯ বলের ইনিংসে ছিল চারটি করে চার ও ছক্কার মার। আরেক ওপেনার জনসন চার্লস করেন ৫৯ রান। সাকিবের বলে পাওয়েলের হাতে ধরা পড়ার আগে তার ৩৭ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। ওপেনিং জুটি থেকেই তারা ৮৯ রান তুলে নেন।

তিন নম্বরে নামা শেন ওয়াটসন রীতিমতো ব্যাটে ঝড় তুলেন। মাত্র ২০ বলে একটি চার আর পাঁচটি ছক্কা হাঁকিয়ে অজি এই তারকা করেন ৪৩ রান। ডেভিড মিলার ১৩ এবং দলপতি ড্যারেন স্যামি করেন ১১ রান। ব্যাট হাতে নামতে হয়নি গ্রান্ট ইলিয়ট আর মাইক হাসিদের।

২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্রুত বিদায় নেন জ্যামাইকার দলপতি ক্রিস গেইল। ৬ বলে দুটি ছক্কায় ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। তিন নম্বরে নামা কুমার সাঙ্গাকারা ৮ বলে ১৮ আর চার নম্বরে নামা রভম্যান পাওয়েল ২ রানে বিদায় নেন। আরেক ওপেনার চাদউইক ওয়ালটন ৫১ বলে সাতটি চারের সাহায্যে করেন ৫৪ রান।

অ্যালেক্স রস ২৩ রান করে বিদায় নেন। ১৯তম ওভারে আউট হন ১২ রান করা আন্দ্রে রাসেল। এরপর নামেন সাকিব। তবে, নিজের প্রথম বলেই জনসনের বলে বোল্ড হন তিনি। ৮ উইকেট হারানো জ্যামাইকার ইনিংস থামে ১৪৩ রানে।

সাকিবের জ্যামাইকা ইতোমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। ৯ ম্যাচ খেলে ৬টি জয় আর দুটি পরাজয়ের পাশাপাশি তার দলের একটি ম্যাচ পরিত্যক্ত হয়। জ্যামাইকার অর্জিত পয়েন্ট ১৩। জ্যামাইকা তাদের পরের ম্যাচে একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।