ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অশ্বিন-রাহুলের পারফরম্যান্সে ভারতের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
অশ্বিন-রাহুলের পারফরম্যান্সে ভারতের দিন ছবি:সংগৃহীত

ঢাকা: অ্যান্টিগার পর জ্যামাইকা টেস্টেও লাগাম টেনে ধরেছে ভারত। প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানে অলআউট করে এক উইকেট হারিয়ে ১২৬ রানে দিন শেষ করেছে বিরাট কোহলিরা।

এদিন অশ্বিনের বোলিংয়ের পর ব্যাটিংয়ে দুর্দান্ত খেলে অপরাজিত থাকেন রাহুল। সফরকারীরা এখনও ৭০ রানে পিছিয়ে আছে।

ক্যারিবীয়দের প্রথম ইনিংসে মিডলঅর্ডার ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড ছাড়া অন্য কেউ বলার মতো স্কোর করতে পারেনি। তার ব্যাট থেকে আসে ৬২ রান। অন্যপ্রান্তে ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নেন সর্বোচ্চ পাঁচ উইকেট। ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি নেন দুটি করে উইকেট।

ভারত নিজেদের প্রথম ইনিংসের শুরুটা অসাধারণ করে। উদ্বোধনী জুটিতে শিখর ধাওয়ানের সঙ্গে মাঠে নামেন মুরালি বিজয়ের ইনজুরিতে সুযোগ পাওয়া লোকেশ রাহুল। এ জুটি উপহার দেন ৮৭ রান। ধাওয়ান ব্যক্তিগত ২৭ রানে আউট হলেও ৭৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন রাহুল। অন্যপ্রান্তে ১৮ রানে মাঠ ছেড়েছেন চেতশ্বর পুঁজারা। ক্যারিবীয় বোলারদের মধ্যে একটি উইকেট দখল করেন রোসটন চাস।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।