ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লারা-শচীন-ওয়ার্নরা একই দলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
লারা-শচীন-ওয়ার্নরা একই দলে ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিংয়ের নেতৃত্বে শচীন টেন্ডুলকার, ম্যাথিউ হেইডেন আর ব্রায়ান লারা টপঅর্ডারে ব্যাটিং করছেন। গ্লেন ম্যাকগ্রার সঙ্গে বোলিংয়ে রয়েছেন শেন ওয়ার্ন।

বিষয়টি ভাবিয়ে তুলবে যে কোনো প্রতিপক্ষকে।

আর এই বিশ্বসেরা ক্রিকেট কিংবদন্তিদের নিয়ে অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস তার সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন।

ভোজেসের সেরা একাদশের ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে রয়েছেন মাস্টার-ব্লাস্টার শচীন এবং অজি তারকা হেইডেন। দুই ওপেনারের একজন বিদায় নিলেও প্রতিপক্ষের বোলারদের দুঃশ্চিন্তার নাম দলপতি পন্টিং। ব্যাটিং অর্ডারে চার নম্বরে ব্যাট হাতে ভোজেস রেখেছেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারাকে। এখানেই শেষ নয়।

মিডল অর্ডারে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ভোজেসের একাদশে রয়েছেন অজি সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

এই একাদশে গতির ঝড় তুলতে বল হাতে ভোজেস দায়িত্ব দিয়েছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে। প্রোটিয়া এই পেসারের সঙ্গে রয়েছেন ম্যাকগ্রা। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকেও দেখা যাবে ভোজেসের সেরা একাদশে। এছাড়া, বল হাতে ঘূর্ণি জাদু দেখাতে এই একাদশে রয়েছেন শেন ওয়ার্ন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।