ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাবর্তনের ম্যাচে জিম্বাবুয়ের ইনিংস পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
প্রত্যাবর্তনের ম্যাচে জিম্বাবুয়ের ইনিংস পরাজয় ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ২০ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা জিম্বাবুয়ে স্বাগতিক হয়েও টেস্ট খেলতে নেমে ইনিংস ও ১১৭ রানে হেরেছে। প্রথম টেস্টের চতুর্থ দিন সফরকারী নিউজিল্যান্ড জয় তুলে নিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল।

দ্বিতীয় ইনিংসে শেন উইলিয়ামসের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, ক্রেইগ আরভিনের প্রথম অর্ধশতক আর দলপতি গ্রায়েম ক্রেমারের দীর্ঘ সময় ব্যাট করার পরও দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে নামাতে পারেনি জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সফরকারী নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে শতক হাঁকান ওপেনার টম ল্যাথাম, রস টেইলর এবং ওয়াটলিং। আর ৯ রানের জন্য সেঞ্চুরি করতে ব্যর্থ হন দলপতি কেন উইলিয়ামসন।

আগে ব্যাট করা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে কিউইদের বাঁহাতি পেসার নেইল ওয়াগনারের কাছেই বড় সংগ্রহ গড়তে পরাজিত হয়। একাই ৬টি উইকেট তুলে নেন এই পেসার। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন দশ নম্বরে নামা তিরিপানো। টপঅর্ডারের ব্যর্থতার দিন সাত নম্বরে নামা প্রিন্স মাসভোর করেন ৪২ রান। এছাড়া, চিভাবা ১৫, মাসাকাদজা ১৫, আরভিন ১৩, উইলিয়ামস ১, সিকান্দার রাজা ২২ রান করে বিদায় নেন।

কিউইদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন টিম সাউদি এবং মিচেল স্যান্টনার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারী নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ৪০ এবং টম ল্যাথাম ১০৫ রান করেন। দলপতি উইলিয়ামসন করেন ৯১ রান।

তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে রস টেইলর ১৭৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন। চতুর্দশ টেস্ট শতক পেতে ৩৬৭ মিনিট ক্রিজে থেকে ২৯৯ বলে ১৯টি চারে তিনি তার ইনিংস সাজান। মাঝে নিকোলাস ১৮ আর ইশ সোধি ১১ রান করে সাজঘরে ফিরলেও শতক হাঁকান ওয়াটলিং (১০৭ রান)। টেইলর আর ওয়াটলিং মিলে ষষ্ঠ উইকেট জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ আর টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ ২৫৩ রান যোগ করেন।

ষষ্ঠ শতক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়াটলিংয়ের বিদায়ের পর পরই ৬ উইকেটে ৫৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারো বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ১২১ রান তুলতেই টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান ফেরেন। আরভিন ৫০ রান করে বিদায় নেন। সিকান্দার রাজা ৩৭ রানে সাজঘরে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন শেন উইলিয়ামস। ১১৯ রান করে বিদায় নেন তিনি। চাকাভা ১১ এবং তিরিপানো ১৪ রান করেন।

কিউইদের হয়ে চারটি উইকেট তুলে নেন পেসার ট্রেন্ট বোল্ট। এছাড়া, দুটি করে উইকেট লাভ করেন টিম সাউদি ও ওয়াগনার।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ০৬ আগস্ট শুরু হবে শেষ ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।