ঢাকা: ২০১৫ বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান এনামুল হক বিজয়। এর পর বিশ্বকাপ থেকেই ছিটকে যান এ ওপেনার।
কাঁধের ইনজুরিতে আক্রান্ত এবার ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তাকেও করাতে হবে অস্ত্রোপচার। এ সময়টা একজন ক্রিকেটারের মানসিক অবস্থা কেমন হয় তা জানা আছে বিজয়ের। সে অভিজ্ঞতা থেকেই মোস্তাফিজকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিলেন এনামুল হক বিজয়।
রোববার (৩১ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে মোস্তাফিজের অস্ত্রোপচার প্রসঙ্গে বিজয় বলেন, ‘ওকে (মোস্তাফিজ) মানসিকভাবে একটু শক্ত থাকতে হবে। সারা বাংলাদেশ ও বিশ্বের মানুষ ওর সঙ্গে আছে। এরকম একটি ট্যালেন্ট হয়তো যুগে একটি জন্ম নেয়। ওর জন্যে আমাদের প্রতিটি খেলোয়াড়ের দোয়া আছে, প্রতিটি মানুষের দোয়া আছে। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওর জন্যে কঠিন হবে এ সময়টা। মানসিকভাবে শক্ত থাকলে ও তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। ’
সতীর্থরা যখন বিশ্বকাপের ম্যাচ খেলছেন বিজয়কে তখন কাটাতে হয়েছে হাসপাতালের বেডে। মোস্তাফিজের ইনজুরির সঙ্গে তুলনা করতে গিয়ে বিজয় বলেন, ‘অবশ্যই এটা খুব কঠিন সময়। আমার জন্য আরও বেশি কঠিন ছিল। বিশ্বকাপের মতো আসর থেকে না খেলে ফিরে আসা অনেক কষ্টদায়ক। মুস্তাফিজ অবশ্যই ভাগ্যবান… বিসিবি ওকে সব সময় টেককেয়ার করবে। আলাদা ট্রেনার, ডাক্তার রেখে ওকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। আমাকেও বিসিবি শতভাগ সহায়তা করেছে। ’
কাঁধের ইনজুরিতে আক্রান্ত মোস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার সেরা সার্জন দিয়ে করানোর জন্য কিছুটা সময় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এরই মধ্যে ইংল্যান্ডের দুইজন ও অস্ট্রেলিয়ার একজন সার্জন সম্পর্কে খোঁজখবর নিয়েছে বিসিবি। শেষ পর্যন্ত কার কাছে মোস্তাফিজের অস্ত্রোপচার করানো হবে সে বিষয়ে সোমবার (১ আগস্ট) সিদ্ধান্ত নেবে বিসিবি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
এসকে/এমআরএম