ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আকরামদের কাছে এবার মাশরাফিদের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
আকরামদের কাছে এবার মাশরাফিদের হার

ঢাকা: জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের কাছে ফুটবলে হারের বদলা নিল সাবেকরা। রোববার (৩১ জুলাই) মিরপুরে দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে মাশরাফি-মুশফিকদের হারিয়েছে আকরাম-নান্নুরা।

নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতেই বাজিমাত করে আকরাম বাহিনী। মাশরাফি-মুশফিকদের হারিয়ে জয়োল্লাসে মেতে ওঠেন সাবেকরা।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস অনুশীলনের অংশ হিসেবে প্রায়ই ফুটবল খেলছেন ক্রিকেটাররা। তবে, ফুটবল খেলতে সাবেকদের প্রতিপক্ষ করার পেছনে রয়েছে মহতী এক উদ্যোগ।

জয়ী দলকে পরাজিত দল পুরস্কার হিসেবে দেবেন এক লক্ষ টাকা। দুই ম্যাচের দুই লক্ষ টাকা আগামী ঈদুল আজহায় দুস্থ শিশুদের দান করবেন বলে জানিয়েছেন ক্রিকেটাররা।

প্রথম ম্যাচে মুশফিকুর রহিম ও নাসির হোসেনের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।