ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকা দলে পাঁচজন শেতাঙ্গ ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
দ.আফ্রিকা দলে পাঁচজন শেতাঙ্গ ক্রিকেটার! ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দক্ষিণ আফ্রিকান দলে বর্ণ বৈষম্যের কারণে বাজে ভাবে প্রভাবিত হয় সে দেশের ক্রিকেট। এমন খবর বেশ পুরোনো।

তবে ভবিষ্যতের কথা চিন্তা করে নড়েচড়ে বসেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। আগামীতে দলের মূল একাদশে শেতাঙ্গ ক্রিকেটার থাকবে পাঁচজন। আর বাকি ছয়জন হবে ভিন্ন রংয়ের!

 

এ  ব্যাপারটি এখনও চূড়ান্ত না হলেও, দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম সিএসএ’র গত সপ্তাহে শেষ হওয়া সভার ফলোআপ হিসেবে এমন ধারণা করছে। সভায় নাকি জানানো হয় শুধুমাত্র ক্রিকেট দলেই নয় দেশটির প্রতিটি জাতীয় দলেই এমনটি করা হবে।

বোর্ড ডিরেক্টরদের নিয়ে এই মিটিংয়ে প্রেসিডেন্ট ক্রিস নেনজানি বলেন, ‘বিগত দিনে আমরা জাতীয় দলে কোন টার্গেট সেট করিনি। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। ’

সংবাদ মাধ্যমগুলোতে আরও বলা হয়, দলে পাঁচজন শেতাঙ্গ ক্রিকেটার থাকবে। যেখানে বাকি ছয়জনের মধ্যে অবশ্যই দুইজন থাকবে কৃষ্ণাঙ্গ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।