ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা টেস্টের পরিবর্তে ত্রি-দেশীয় সিরিজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা টেস্টের পরিবর্তে ত্রি-দেশীয় সিরিজ! ছবি:সংগৃহীত

ঢাকা: দীর্ঘ বিরতির পর টেস্টে ক্রিকেটে আবারও ফিরেছে জিম্বাবুয়ে। তবে দলটিকে লংগার ভার্সনে আবারও বিরতি দিতে হতে পারে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে। যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি রয়েছে। তবে এই সিরিজটি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজে পরিণত হতে পারে।

জিম্বাবুয়ে ক্রিকেটের এক মুখপাত্র বলেন, ‘জিম্বাবুয়ে সত্যিকার অর্থে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে আগ্রহী না। বরং তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টের পরিকল্পনা করছে তারা। ’

এমনটি যদি হয় তবে জিম্বাবুয়েকে আরও ১১ মাস টেস্টের বিরতি দিতে হবে। যেখানে ২০১৭ সালে তাদের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে। এছাড়া ঘরের মাঠে ১৪ মাস বসে থাকতে হবে। কারণ ২০১৭ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ আসবে জিম্বাবুয়েতে।

ইতোমধ্যে জিম্বাবুয়ে ২০ মাস টেস্টের বাইরে ছিল। ২০১৪ সালে বাংলাদেশ সিরিজের পর বর্তমানে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলছে। আর ঘরের মাঠে প্রায় দুই বছর পর টেস্ট আয়োজন করলো তারা। সর্বশেষ ২০১৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকা এসেছিল।

মূলত আর্থিক সংকটের কারণেই টেস্টে আয়োজন করতে চাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট। কারণ টেস্ট আয়োজনে স্থানীয় স্পন্সররা লগ্নি করে না। তারা শুধুমাত্র ভারত ও ইংল্যান্ড সিরিজেই স্পন্সর করে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।