ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শিষ্যদের লড়াকু যোদ্ধার মতো দেখতে চাই: আর্থার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
শিষ্যদের লড়াকু যোদ্ধার মতো দেখতে চাই: আর্থার ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানের নতুন কোচ হিসেবে যোগ দেন মিকি আর্থার। তার অধীনে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে (লর্ডস টেস্ট) দুর্দান্তভাবে ৭৫ রানের জয় পায় মিসবাহ বাহিনী।

তবে, উড়তে থাকা পাকিস্তানিদের মাটিতে নেমে আসতে সময় লাগেনি।

ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের কাছে ৩৩০ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল আর্থার শিষ্যদের। তারপরও আত্মবিশ্বাসী পাকিস্তানের এই নতুন কোচ।

দক্ষিণ আফ্রিকান এই কোচ জানান, ‘খেলায় হার-জিত থাকবেই। কোন সন্দেহ নেই ওল্ড ট্রাফোর্ডের থেকে আমরা আমাদের খেলার মধ্যে আরও উন্নতি করেছি। দ্বিতীয় ম্যাচে আমরা যেভাবে হেরেছি তাতে আমি খুবই হতাশ। কারণ, অনেক হার আছে সম্মানের। কিন্তু কিছু হার আছে, যেটা আপনাকে মাটিতে ফেলে স্টিম রোলার চালিয়ে দেওয়ার মতো। ওল্ড ট্রাফোর্ডের হার অনেকটাই এমন। সেখানে আমার দলকে ইংলিশরা মাটিতে ফেলে স্রেফ পিষে দিয়েছে। ’

এজবাস্টনে বুধবার তৃতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী পাকিস্তান। চার ম্যাচের সিরিজটিতে তৃতীয় ম্যাচ শুরুর আগে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে। আর তৃতীয় ম্যাচেই শিষ্যদের ঘুরে দাঁড়ানোর কথা জানান আর্থার। দলের প্রত্যেক সদস্যের লড়াকু ছন্দে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

তিনি জানান, ‘দলের প্রত্যেক সদস্যকে বলেছি, লর্ডসে তোমাদের ‘সত্যিকারের যোদ্ধা’ মনে হলেও ওল্ড ট্রাফোর্ডে তোমাদের দেখেছি পুরোপুরি উল্টোটা। টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, পূর্বের আউট হওয়ার ধরনটাও ছিল একই। এটা আমাকে কোচ হিসেবে অবাক করার পাশাপাশি হতাশায় ফেলে দিয়েছে। কারণ, কোনো বিশেষ ধরনের আউট যদি নিয়মিত বিষয়ে পরিণত হয়, সেটা কোচ হিসেবে অবশ্যই উদ্বেগের। এজবাস্টনে আবারো তোমাদের লড়াকু যোদ্ধার মতো দেখতে চাই। আর আমি ১০০ ভাগ নিশ্চিত তৃতীয় টেস্টের প্রথম বল থেকেই তোমরা তা করে দেখাবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।