ঢাকা: ঘরের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। কেবল এ দুটি সিরিজেই নয় অভিষেকের পর থেকে যে কোনো ফরম্যাটেই নিজের উজ্জ্বল পারফরম্যান্সে সেরা ‘উইকেটটেকার’ হিসেবেই আর্বিভূত এ টাইগার পেসার।
তবে কাঁধের চোটে পড়া মোস্তাফিজের অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়ায় ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়ছেন তিনি। অস্ত্রোপচার হলে ৫-৬ মাসের জন্য মাঠের বাইরে কাটাতে হবে মোস্তাফিজকে। সেক্ষেত্রে মোস্তাফিজ মিস করবেন অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড ট্যুর।
তাহলে কি আসন্ন সিরিজগুলোতে পেস আক্রমণ দূর্বল হয়ে পড়বে বাংলাদেশের? এমনটা মনে করেছেন না আল আমিন হোসেন। মাঠে পারফর্ম করে মোস্তাফিজের অভাবটা বুঝতে না দেয়ার চেষ্টা থাকবে ডানহাতি এ পেসারের।
মঙ্গলবার (০২ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে আল আমিন বলেন, ‘ও (মোস্তাফিজ) নেই, ওর জায়গায় যে আসবে বা আমরা যারা আছি তারা এমনভাবে পারফর্ম করার চেষ্টা করবো যেন ওর অভাবটা বুঝতে না দেওয়া যায়। দেখা যাবে সবাই ভাববে মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দল কিছুই-না। কিন্তু আসলে তা হয় না কোনো জায়গায়। একজন খেলোয়াড় ইনজুরিতে পড়তে পারে, খারাপ সময় যেতে পারে। এক্ষেত্রে আমরা যারা (পেসার) আছি তাদের দায়িত্ব বেড়ে যাবে। কারণ ও খুব ভালো করছিল ওই ভালোটা যাতে আমাদের দ্বারা হয় সেই চেষ্টা করবো। ওর মতো হয়তো করতে পারবো না। কারণ ওতো বিস্ময়কর বোলার। ’
মোস্তাফিজ দলে থাকলে বোলিংয়ে বাংলাদেশ দলের কি কি সুবিধা হয় তারও ব্যাখ্যা দেন আল আমিন, ‘মোস্তাফিজ আমাদের অনেক বড় একটা সম্পদ। প্রত্যেকটা দলই ওকে নিয়ে পরিকল্পনা করে কিন্তু তা কাজে লাগে না। এটা একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে আমাদের কাজটা সহজ হয়ে যায়। যেমন সাকিব ভাই, মোস্তাফিজ একপাশ থেকে রান চাপাতে পারে। তখন অন্যপাশ থেকে যারাই আসছে তারা উইকেট নিচ্ছে। ’
মোস্তাফিজের দ্রুত সুস্থতা কামনা করছেন আল আমিন, ‘মোস্তাফিজকে অনেক মিস করবো। কারণ সামনে ইংল্যান্ড যদি আসে এটা একটা বড় সিরিজ হবে। নিউজিল্যান্ড আমরা যাবো। শুনেছি মোস্তাফিজের অস্ত্রোপচার লাগবে। তা যত দ্রুতসম্ভব করা যায়। যত দ্রুত মোস্তাফিজ রিকোভারি করতে পারে তত আমাদের উপকার হবে। ’
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
এসকে/এমআরএম