ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আরেকটি ইনিংস হারের সামনে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
আরেকটি ইনিংস হারের সামনে ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যান্টিগার পর জ্যামাইকা টেস্টেও ভারতের কাছে ইনিংস হারের লজ্জার সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বৃষ্টির সুবাদেই আরেকটা দিন টিকে থাকলো ‘অসহায়’ ক্যারিবীয়রা।

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এখনো ২৫৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। হাতে আছে ছয় উইকেট।

বৃষ্টির কারণে চতুর্থ দিন মাত্র ১৫.৫ ওভারের খেলা মাঠে গড়ায়। তাতেই চারটি উইকেট হারিয়ে ফেলে ও. ইন্ডিজ। প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার জার্মেইন ব্ল্যাকউড ৩ রানে অপরাজিত আছেন। মোহাম্মদ শামি দু’টি ও একটি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও অমিত মিশ্র।

এর আগে প্রথম ইনিংসে ১৯৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় ক্যারিবীয়রা। ব্ল্যাকউড ৬২ ও দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। জবাবে ৯ উইকেটে ৫০০ রান তুলে তৃতীয় দিনে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।

লোকেস রাহুলের ১৫৮ রানের অসাধারণ ইনিংসের পর সেঞ্চুরি উযদাপন করে ব্যক্তিগত ১০৮ রানে অপরাজিত থাকেন অজিঙ্কা রাহানে। প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক বিরাট কোহলি ৪৪ রান করেন।

সে যাই হোক, টানা দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের হয়তো এক ইনিংসে ব্যাট করেই সন্তুষ্ট থাকতে হবে। ব্ল্যাকউড-হোল্ডারদের সামনে এখন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ। ক্যারবীয়রা সমর্থকরা নিশ্চিতভাবেই বৃষ্টি নামক ‘আশীর্বাদই’ মনেপ্রাণে চাইবেন!

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।