ঢাকা: ‘আমরা একটি টিম করে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের বিষয়টি দেখছি। তাসকিনের ব্যাপারে তাদের সাড়া বেশ ইতিবাচক।
বুধবার (৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ টাইগার পেসার তাসেকিনের ব্যাপারে গণমাধ্যমকে তিনি এমনটি জানান। এই সময় তিনি আরও বলেন ‘যেহেতু সে এখন আমাদের সাথে আছে তাই তার মতামতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করছি। কারণ তাসকিনকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। ইংল্যান্ড সিরিজের জন্য তাকে আমাদের দরকার। ’
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যকশনের জন্য ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ ঘোষিত হয়েছিলেন দুই বাংলাদেশী বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। আর নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকেই বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করে যাচ্ছেন এই দুই লাল-সবুজের বোলার। যদিও এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটের সব চাইতে সব চাইতে বড় আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলেছেন দু’জনই।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে তার ফলাফল শতভাগ শুদ্ধ হলে তবেই তারা দলে ফিরতে পারবেন যে দৌঁড়ে আরাফাত সানির চাইতে ঢেড় এগিয়ে আছেন তাসকিন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস