ঢাকা: ‘প্লে ফর পিস’ এমন শিরোনামের একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নরওয়ের রাজধানী অসলোতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল।
আগামী ১৭ আগস্ট ‘শান্তির’ এই ম্যাচটি খেলতে ঢাকা ছাড়বেন বাঁহাতি এ ব্যাটসম্যান।
তামিম ইতোমধ্যে সেখানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছেন। টি-২০ ফরম্যাটের এই ম্যাচটিতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমই যাচ্ছেন।
প্লে ফর পিস ক্রিকেট অসলোর একটি সংস্কৃতি ও ক্রীড়া উৎসব। যেটি শহরটিতে গত কয়েকবছর ধরে হয়ে আসছে। ইভেন্টটির আয়োজন করে থাকে ক্রিস্টিয়ানা ক্রিকেট ক্লাব
তামিম ছাড়াও এ ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলবেন। পাকিস্তানি গতি তারকা শোয়েব আকতার, ভারতীয় দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠান ও শ্রীলঙ্কার সনথ জয়সুরিয়ার খেলার কথা রয়েছে।
পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকেরও খেলার কথা রয়েছে। যেখানে তিনি পাকিস্তান একাদশের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস