ঢাকা: বাংলাদেশ হাইপারফরমেন্স ও জাতীয় দলের পেসারদের স্বল্পকালীন পরামর্শক হিসেবে সংক্ষিপ্ত সফরে গত শুক্রবার ঢাকা আসেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। তবে তার সফর আট দিনের হলেও অনুশীলন সেশন ছিল ৬ দিনের।
শুক্রবার এসেই শনিবার থেকে কাজে নেমে পড়েন। হাই পারফরমেন্স ও জাতীয় দল নিয়ে এরই মধ্যে কাটিয়ে দিয়েছেন ৬ দিন। আর ছয় দিনের এই সংক্ষিপ্তু প্রশিক্ষণে বৃহস্পতিবার (৪ আগস্ট) ছিল আকিবের শেষ দিন।
আর শেষ দিনের সেশন শেষে তার কাছে টাইগার পেসারদের সাথে ছয় দিনের কাজের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছিল। গণমাধ্যমের এমন উৎসুক প্রশ্নের জবাবে আকিব জানান, ‘বুধবার আমি ওদের শিখিয়েছি কি ভাবে একটি ম্যাচে তিন পর্বের বোলিং আনতে হয়। ম্যাচে নতুন বল দিয়ে কি করে পেস নিয়ন্ত্রণে আনতে হয়, কেমন ডেলিভারি দিলে মেডেন ওভার পাওয়া যাবে। পাশাপাশি আমি তাদের এটাও শিখিয়েছি যে, ম্যাচে একটি নতুন, সেমি নতুন ও পুরাতন বল কতটা দক্ষতার সাথে ব্যবহার করতে হয়। ’
এছাড়াও আকিব পেসারদের শিখিয়েছেন পেস বোলিংয়ের টেকনিক্যাল বিষয়সমূহ। যেমন: সুইং, বাউন্সার, স্লোয়ার ও ইয়র্কার লেংথের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তিনি শিষ্যদের মাঝে শেয়ার করেছেন। তিনি জানান, ‘পেস আক্রমণের ব্যাপারে বলতে গিয়ে আমি ওদের সামনে শোয়েব আকতার, ব্রেট, লি ও শট টেইটের উদাহরণ দিয়েছি। বাউন্সারে বলেছি মোঃ ইরাফানের কথা আর সুইংয়ের ক্ষেত্রে উদাহরণ টেনেছি মোহাম্মদ আসিফের। আমি ওদের জানাতে সাহায্য করেছি কী করে চাপের মধ্যেও বল হাতে সারভাইভ করতে হয়। ’
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালের সেশনে আকিব তার শিষ্যদের সাথে আলোচনা করেছেন অনুশীলনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ‘আমরা আলোচনা করেছি কী করে সঠিক পদ্ধতিতে অনুশীলন করতে হয়। অনুশীলনে কঠোর পরিশ্রমের প্রতি আমি তাদের সজাগ দৃষ্টি রাখতে বলেছি। ওদের শেখাতে চেষ্টা করেছি কি করে ডানহাতি ব্যাটম্যানকে পরাস্ত করার চ্যালেঞ্জটি নিতে হবে, আর কি করলেই বা কুপোকাত হবে একজন বাঁহাতি ব্যাটসম্যান। আমি ওদেরে আরও একটি বিষয় খুব ভালোভবে বোঝাতে চেষ্টা করেছি। সেটা হলো কোন পদ্ধতিটি অবলম্বন করলে ম্যাচে লাইন, লেংথ ও অ্যাকিউরেসি বজায় রেখে বল করা যাবে। কি করে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে ইয়র্কার দিয়ে আউট করা যাবে। আর কি ভাবেই বা ছয় বলে ছয়টিই ইয়র্কার দেয়া যাবে। ’
৮ দিনের সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আকিব।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৪ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি