ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এবাদতের মাঝে সম্ভাবনা দেখছেন আকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
এবাদতের মাঝে সম্ভাবনা দেখছেন আকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ হাইপারফরম্যান্স ও জাতীয় দলের পেসারদের নিয়ে স্বল্পকালীন পরামর্শক হিসেবে ছয়দিন কাটিয়েছেন আকিব জাভেদ। ছয় দিনের সংক্ষিপ্ত কোচিং শেষ করে শুক্রবার (৫ আগস্ট) দেশে ফিরে যাবেন সাবেক পাকিস্তান তারকা।


 
ছয় দিনের এই সংক্ষিপ্তু প্রশিক্ষণ শেষে চার এইচপি পেসারকে নিয়ে বেশ আশাবাদী মনে হলো আকিবকে। আকিবের চোখে টাইগারদের ভবিষ্যতের পেসার হলেন এবাদত হোসেন, আবু হায়দার রনি, আবু জাহেদ চৌধুরী ও আবুল হোসেন রাজু।
 
এই চারজনের মধ্যে এবাদত হোসেনের মাঝেই সব চাইতে বেশি সম্ভাবনা দেখছেন আকিব, ‘এবাদত খুবই ট্যালেন্টেড একজন ক্রিকেটার। ওর বলে ১৩৮-৪০ কিলোমিটার গতি আছে। তবে ও খেলায় সময় দিতে পারছে না। কেননা ট্রেনিং সেশনে আমি জানতে পেরেছি ক্যাম্প শেষে সে বিমানবাহিনীতে ফিরে যাচ্ছে। তবে আমি মনে করি ক্রিকেটের সাথে ওর একটা সার্বক্ষণিক সম্পর্ক দরকার। ’

গতির ঝড় তুলে রবি পেসার হান্টে এবছর সেরা হন মৌলভীবাজারের বড়লেখার এবাদত হোসেন। ঘণ্টায় ১৩৯ কিলোমিটার বেগে বড় ছুঁড়ে এই খ্যাতি থলিতে পুড়েছেন।

এবাদতের আগে এই পেসার হান্ট থেকেই উঠে এসেছিলেন ২০১৫ বিশ্বকাপ কাঁপানো টাইগার পেসার রুবেল হোসেন। সেই কাতারে এখন এবাদতের দাঁড়ানো সময়ের ব্যাপার মাত্র।

গণমাধ্যমের সামেন এবাদতকে নিয়ে আকিবের এমন ভূয়সী প্রশংসার পর এবাদতের কাছে এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ‘আজকে স্যার সকালে আমাকে বলেছেন তুমিতো আসলে জিনিয়াস। এতো জোরে বল করতে পারো এই শরীর নিয়ে? যদি মাসেল আরেকটু বিল্ডআপ হয় তাহলে আরও জোরে বল করতে পারবে। ’

আকিব জাভেদের মতো বড় মাপের কোচের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘যেহেতু আমার স্বপ্ন ক্রিকেট খেলা তাই সবসময় ক্রিকেট নিয়েই চিন্তা করি। পেসার হান্ট থেকে উঠে আসার পর প্রথম যখন এইচপিতে ইমরান স্যারের (সারোয়ার ইমরান) অধীনে ক্যাম্প করা হয় তখন তিনি বলেছিলেন এখানে ফিটনেস ও স্কিলের কাজ করা হবে। যারা এখানে উন্নতি  করতে পারবে তাদের মূল স্কোয়াডে রাখা হবে। তখন থেকেই ভালো করার চেষ্টা করছি। সে কারণেই মূল স্কোয়াডে ডাক পেয়েছি। এক সপ্তাহ কাজ করার পর জানতে পেরেছি আকিব বাংলাদেশে আসবে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে মনে হয়েছে আসবে কি না। যখন তিনি আসলেন তখন তার সাথে যে চারটা দিন কাজ করেছি তা থেকে কে কি নিয়েছে জানি না কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি ’
 
শুধু এবাদতই নন। জাতীয় দলের হয়ে খেলা আবুল হোসেন রাজুকে প্রশংসায় ভাষিয়েছেন আকিব। তবে তার আত্মবিশ্বাসের ঘাটতি ও ইনজুরিকে ভবিষ্যতে ভালো কিছু করার পেছনে প্রধান অন্তরায় মনে করছেন টাইগারদের স্বপ্লকালীন এই পেস পরামর্শক, ‘রাজু খুবই ট্যালেন্টেড। ওর বলে যথেষ্টই পেস আছে এবং ওর অঙ্গভঙ্গিও বেশ ভালো। কিন্তু ওর মধ্যে আমি আত্মবিশ্বাসের ঘাটতি দেখেছি। ’
  
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ৪ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।