ঢাকা: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে বলা হয় ৩৬০ ডিগ্রির ব্যাটসম্যান। তবে পুরো বিশ্বজুড়ে যদি কোনো ক্রিকেটারের বিচরণ থাকে তিনি ক্রিস গেইল।
বর্তমানে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় পার করছেন গেইল। তিনি ছাড়াও ক্যারিবীয় বেশ কয়েকজন নামি-দামি ক্রিকেটার এই টুর্নামেন্টটিতে খেলছেন। অথচ সাদা পোশাকে ঘরের মাঠেই ভারতের বিপক্ষে নিজেদের বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেসন হোল্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটিং দানব গেইল সর্বশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন প্রায় দুই বছর আগে। ওয়ানডে দলেও অনিয়মিত। শুধুমাত্র জাতীয় দল ও ক্লাবের হয়ে টি-২০ খেলছেন তিনি। তাই প্রশ্নটা এসেই যায় সাদা পোশাকে কি অবসর নিচ্ছেন গেইল?
কিন্তু টেস্টে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক গেইল এখনও ভালোবাসেন সাদা পোশাককে। এক টুইটে তিনি জানান, ‘আমি টেস্টে এখনও সাবেক হইনি। আমি অবসর নেইনি। ’
২০০০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় গেইলের। আর সাদা পোশাকে এখন পর্যন্ত তিনি দলের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ৪২.১৮ গড়ে ১৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরিতে তিনি ৭ হাজার ২১৪ রান করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস