ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টার্কের ১০ উইকেটের ম্যাচে হারের শঙ্কায় অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
স্টার্কের ১০ উইকেটের ম্যাচে হারের শঙ্কায় অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ‘লো-স্কোরিং’ ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিততে চাইলে অসাধ্য সাধন করে আরও ৩৮৮ রান তুলতে হবে। এশিয়ার উইকেটে এতো রান চেজ করে জেতার রেকর্ড নেই অজিদের।

গল টেস্টের দ্বিতীয় দিন শেষে মোট উইকেট পড়েছে ৩৩টি। হাতে আরও তিন দিন সময় পাচ্ছে দুই দল।

অজি-লঙ্কান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫ রান তুলতেই সফরকারীরা তিন উইকেট হারিয়েছে। এর আগে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট ২৩৭ রানে। প্রথম ইনিংসে লঙ্কানরা করেছিল ২৮১ রান। আর অজিরা অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে করেছিল মাত্র ১০৬ রান।
 
ফলে, গল টেস্টে দ্বিতীয় দিন শেষে সফরকারী স্টিভেন স্মিথের দলের জয়ের জন্য টার্গেট ৩৮৮ রান, হাতে উইকেট তিনটি। আর লঙ্কানদের জিততে হয়ে তুলে নিতে হবে আরও সাতটি উইকেট।
 
প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ৪৪ রানে ৫ উইকেট নিয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়ার কোনো পেসারের এটি সেরা বোলিং ফিগার ছিল। গলে বিদেশি পেসারের সেরা বোলিংও ছিল এটি। আর পাঁচ উইকেট শিকারের মধ্যদিয়ে স্টার্ক টেস্ট ক্যারিয়ারের শততম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। আর তাতে এই পেসারের লাগে ২৭টি টেস্ট।

দ্বিতীয় ইনিংসে বল হাতে নেমে স্টার্ক আগের ইনিংসের পারফর্মও টপকে গেছেন। একাই ৬টি উইকেট তুলে নিয়ে এই টেস্টে মোট ১০ উইকেট শিকার করেন তিনি।

আগে ব্যাটিংয়ে নেমে লঙ্কান দুই ওপেনার দলীয় ৯ রানের মাথায় বিদায় নেন। করুনারত্নে ০ আর কুশল সিলভা ৫ রান করে স্টার্কের শিকার হন। তিন নম্বরে ব্যাট হাতে নামা কুশল পেরেরা করেন ৪৯ রান। আর গত ম্যাচের নায়ক কুশল মেন্ডিস এই ইনিংসেও সর্বোচ্চ স্কোরার। গত ম্যাচে মহাকাব্যিক ইনিংস খেলা এই ব্যাটসম্যান করেন ৮৬ রান।
 
দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৫৪ রান। এছাড়া, চান্দিমাল ৫, ডি সিলভা ৩৭, দিলরুয়ান পেরেরা ১৬ আর রঙ্গনা হেরাথ ১৪ রান করেন।
 
স্টার্কের ৫ উইকেটের দিন বল হাতে নাথান লিয়ন দুটি উইকেট দখল করেন।
 
ব্যাটিংয়ে নেমে অজি ওপেনার জো বার্নস শূন্য রানেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৪২ রান। উসমান খাজা ১১ রান নিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন। সেখানেই তার ইনিংসের পরিসমাপ্তি ঘটে। স্মিথ ৫ আর ভোজেস ৮ রান করে বিদায় নিলেও ২৭ রান করেন মিচেল মার্শ। আর কোনো ব্যাটসম্যান ৪ রানের বেশি করতে পারেননি। ফলে, মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় অজিরা।

রঙ্গনা হেরাথ হ্যাটট্রিকসহ তুলে নেন চারটি উইকেট। আর দিলরুয়ান পেরেরা চারটি উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে ১৭৫ রান এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা স্টার্কের পেস তোপে পড়ে ২৩৭ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৬৪ রান করেন দিলরুয়ান পেরেরা। এছাড়া, কুশল পেরেরা ৩৫, দলপতি ম্যাথুজ ৪৭, ডি সিলভা ৩৪ আর হেরাথ ২৬ রান করেন।

৪১৩ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন তিন উইকেট হারিয়ে সফরকারী অস্ট্রেলিয়া তুলেছে ২৫ রান। ডেভিড ওয়ার্নার ২২ এবং স্মিথ ১ রান নিয়ে অপরাজিত রয়েছেন। ফিরে গেছেন জো বার্নস (২), নাথান লিওন (০) এবং উসমান খাজা (০)।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।