ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সফরে নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ইংল্যান্ড সফরে নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না ফাইল ফটো

ঢাকা: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরকালে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। সফরকারী দলকে সিকিউরিটি প্ল্যান অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।

 
  
রোববার (৭ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানানো হয়।
 
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর সফরকারী দল তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচে অংশ নেবে।  
 
মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।  
 
সভায় জানানো হয়, নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা কমিটি গঠন করবে। দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, আইসিসি কর্মকর্তা, বিদেশি ম্যাচ অফিসিয়ালস, টেলিভিশন প্রচারসত্ত্ব লাভকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিভি ক্রু ও ধারাভাষ্যকার এবং জনসাধারণের জন্য যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।  
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, সিকিউরিটি পয়েন্ট অব ভিউ থেকে বলতে চাই, অতি সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে। আমরা যেন ভালভাবে ম্যাচ আয়োজন করতে পারি সে ব্যবস্থা নেওয়া হবে।  

এজন্য সকলের সহযোগিতা কামনা করেন সচিব।  
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, আইসিসি’র নিয়মানুযায়ী ইংল্যান্ড দলের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তার যার যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করবেন। এসময় ‘সিকিউরিটি প্ল্যান’ তুলে ধরেন কর্মকর্তারা।  
 
সভায় অংশ নেওয়া পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) একজন প্রতিনিধি জানান, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা পুলিশের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি।  
 
এখন পর্যন্ত ইংল্যান্ড সফর চূড়ান্ত রয়েছে জানিয়ে বিসিবি সিইও বলেন, এ মাসের মাঝামাঝি ইংল্যান্ডের প্রি-ইন্সপেকশন টিম বাংলাদেশ সফর করবে। এরপর নিয়ম অনুযায়ী তারা রিপোর্ট করবে।
 
প্রস্তুতি ম্যাচগুলোর জন্য দর্শকদের টিকিটের ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।
 
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক দীল মোহাম্মদ, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, সিটি করপোরেশন, বিটিআরসিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।