ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লম্বা বিরতি’কে সহায়ক ভাবছেন হ্যালসল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
লম্বা বিরতি’কে সহায়ক ভাবছেন হ্যালসল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: এ বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তজার্তিক ম্যাচ খেলেছে বাংলাদেশে। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ০৭ অক্টোবর ওয়ানডে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ম্যাচে নামবে টাইগাররা।

মাঝখানের বিরতিটা বেশ লম্বা, প্রায় ৬ মাস।

মাঝের দু্ই মাস প্রিমিয়ার লিগ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। তবে ইংল্যান্ড সিরিজ শুরু হতে এখনও বাকি প্রায় দুই মাস। লম্বা সময় বিরতি দিয়ে আন্তর্জাতিক ম্যাচে নামলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

তবে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এমনটা মানতে নারাজ। তার মতে, বাংলাদেশের জন্য বরং এটি ভালোই হবে।

রোববার (৭ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে এ প্রসঙ্গে হ্যালসল বলেন, ‘ছেলেরা সামনের দুই মাস ভালোভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে। এটা তো দারুণ হবে ক্রিকেটারদের জন্য। তারা যা চাইবে তাই করতে পারবে অনুশীলনে। আমার মনে হয় এটা ভালই হয়েছে। ’

হ্যালসল আরও বলেন, ‘টেস্ট ম্যাচ জিততে হলে পাইপলাইনে ১৩-১৪ জন পেসার রাখা দরকার। কেউ ইনজুরিতে পরলে তার বিকল্প হিসেবে ক্রিকেটার থাকতে হয়। এইচপিতে ছেলেরা পেস নিয়ে কাজ করছে। এ সময়টায় যে যার মতো ওয়ার্কআউট করে নিতে পারবে। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে থাকবে ছেলেরা। এই অপেক্ষাটা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।