ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের সঙ্গে মালালার সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ক্রিকেটারদের সঙ্গে মালালার সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মালালা ইউসুফজাঈ ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করেছেন। এ সময় পাকিস্তানি এই নোবেল জয়ী বিশ্ববাসীকে বার্তা পৌঁছে দেন, ‘এ মুহূর্তে পাকিস্তানের মাটিতে কোনো সমস্যা নেই, যেকোনো দল সেখানে ক্রিকেট খেলতে যেতে পারবে।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফরকারী পাকিস্তান তৃতীয় টেস্ট খেলছে। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

এই বার্মিংহামেই থাকছেন মালালা। পাকিস্তানে সন্ত্রাসীদের হামলার পর তিনি সেখানে চিকিৎসা করান এবং পড়াশোনাও চালিয়ে যান। পাকিস্তানে ফেরাটা তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ালে বার্মিংহামেই মালালা বসবাস শুরু করেন।

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সময় মালালাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান, ওয়ারইউকশায়ারের চেয়ারম্যান নরম্যান এবং ব্রিটিশ হাইকমিশনার পাকিস্তানের নাগরিক সাঈদ ইবনে আব্বাস।

পাকিস্তান সফরে শ্রীলঙ্কার টিম বাসে ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর সে দেশে কোনো জাতীয় দল খেলতে আগ্রহ প্রকাশ করেনি। গত বছর বাংলাদেশ নারী দল ও জিম্বাবুয়ে জাতীয় দল পাকিস্তান সফরে গেলেও আর কোনো দেশ মালালার দেশে ক্রিকেট সিরিজ খেলতে যায়নি। তাই পাকিস্তানকে বাধ্য হয়ে হোম ম্যাচ আয়োজন করতে হয় আরব আমিরাতের মাটিতে।

মালালা মিসবাহদের সঙ্গে দেখা করার সময় জানান, ‘আমি পুরো বিশ্বকে জানিয়ে রাখতে চাই, এ মুহূর্তে পাকিস্তান নিরাপদ একটি দেশ। নির্ভয়ে সেখানে অন্যান্য দেশ ক্রিকেট খেলতে যেতে পারে। অন্যান্য দেশে পাকিস্তানকে নিয়ে যা বলা হচ্ছে, তা সত্য নয়। সকল সন্ত্রাসী ঘটনার জন্য পাকিস্তানিরা জড়িত নয়। ’

মালালা আরও জানান, ‘পাকিস্তানে যাওয়ার জন্য দলগুলোকে আহবান জানাচ্ছি। সেখানে খেলার জন্য তাদের অবশ্যই যাওয়া উচিৎ। আমি যেখানেই যাই না কেন বিশ্ববাসীকে এই বার্তাই দিচ্ছি। ’

পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিন এজবাস্টনের স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মালালা। সেখানে তিনি আরও বলেন, ‘আমি এর আগে কখনো ক্রিকেট ম্যাচ সরাসরি মাঠে বসে দেখিনি। এটাই আমার স্টেডিয়ামে বসে প্রথম ম্যাচ দেখা। আমি সেখানে পাকিস্তানকে সমর্থন করেছি। আশা করছি আমার দেশটি এই ম্যাচে ভালো কিছু করবে। শহীদ আফ্রিদি আমার ফেভারিট ক্রিকেটার। ’

১৯ বছর বয়সী মালালার উপস্থিতিতে খুশি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি টেস্ট ম্যাচ চলাকালীন মালালা ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে আসায় ক্রিকেটাররা আরও উজ্জীবিত হয়েছে। ’

টেস্ট দলপতি মিসবাহ তার দলের পক্ষ থেকে পাকিস্তানের ক্রিকেটারদের সাক্ষরসহ একটি মিনি-ব্যাট উপহার দেন মালালাকে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।