ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
পাকিস্তানকে হারিয়ে এগিয়ে ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: লর্ডস টেস্টে ৭৫ রানে হেরে শুরু হয় ইংল্যান্ডের। সফরকারী পাকিস্তানের বিপক্ষে ওল্ডট্রাফোর্ডে ৩৩০ রানের জয় তুলে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।

চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ১৪১ রানের জয় নিয়ে তৃতীয় ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে গেলো ইংল্যান্ড।

 

জমে উঠা এজবাস্টস টেস্টে প্রথম ব্যাট করে প্রথম ইনিংসে ইংলিশরা ২৯৭ রানে অলআউট হয়েছিল। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তোলে ৪০০ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬ উইকেট হারিয়ে ৪৪৫ রান তুলে ইনিংস ঘোষণা করে অ্যালিস্টার কুকের দল। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৪৩ রানের টার্গেট দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ২০১ রানে অলআউট হলে ১৪১ রানের জয় পায় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ইংলিশদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন গ্যারি ব্যালেন্স। এছাড়া, মঈন আলি ৬৩, দলপতি কুক ৪৫, জেমমস ভিঞ্চ ৩৯ রান করেন। পাকিস্তানের পেসার সোহেল খান একাই ৫টি উইকেট তুলে নেন।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৩৯ রান করেন আজাহার আলি। এছাড়া, ওপেনার সামি আসলাম ৮২, ইউনিস খান ৩১, দলপতি মিসবাহ ৫৬ আর সরফরাজ অপরাজিত ৪৬ রান করেন। ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের হয়ে কুক ৬৬, হেলস ৫৪, জো রুট ৬২, ভিঞ্চ ৪২, বেয়ারস্টো ৮৩ আর মঈন আলি অপরাজিত ৮৬ রান করেন। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, সোহেল খান এবং ইয়াসির শাহ।

৩৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনার সামি আসলাম ৭০, আজাহার আলি ৩৮ আর সোহেল খান ৩৬ রান করলেও আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। ইংল্যান্ডের হয়ে দুটি করে ইউকেট নেন অ্যান্ডারসন, ব্রড, ওকস, ফিন আর মঈন আলি।

ম্যাচ সেরা নির্বাচিত হন মঈন আলি।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।