ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বুলাওয়েতে নিউজিল্যান্ডের রান উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
বুলাওয়েতে নিউজিল্যান্ডের রান উৎসব

ঢাকা: বুলাওয়ে টেস্টের প্রথম দুটি দিন শুধুই সফরকারী নিউজিল্যান্ডের। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে কিউইরা এগিয়ে ৫২৭ রান।

ইনিংস ঘোষণার আগে ৪ উইকেট হারিয়ে তারা প্রথম ইনিংসে তুলেছে ৫৮২ রান।

প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই দুই ম্যাচ সিরিজে এগিয়ে কেন উইলিয়ামসনের দল। ৫৮২ রা তুলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। গত টেস্টের ৫৭৬ রানকেও এই ম্যাচে টপকে গেছে সফরকারীরা।

কিউই ওপেনার টম ল্যাথাম বিদায় নেওয়ার আগে ২৬৯ বলে ১১টি বাউন্ডারিতে ১৩৬ রান করেন। আরেক ওপেনার মার্টিন গাপটিল মাত্র ১৩ রানের জন্য শতক বঞ্চিত হন। তার ৮৭ রানের ইনিংসে ছিল ১১টি চার আর একটি ছক্কা। ১৪৯ বলে তিনি তার ইনিংসটি সাজান। ওপেনিং জুটিতে গাপটিল-ল্যাথাম ১৬৯ রান তোলেন।

গাপটিলের বিদায়ে তিন নম্বরে ব্যাট হাতে নামা দলপতি কেন উইলিয়ামসন ১১৩ রান করেন। টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে যে ১৩ ব্যাটসম্যান শতক পেয়েছেন তাদের তালিকায় নাম লেখান কিউই এই অধিনায়ক। তার ২৬৯ বলে সাজানো ইনিংসে ছিল ১১টি বাউন্ডারির মার। ল্যাথাম-উইলিয়ামসন স্কোরবোর্ডে যোগ করেন আরও ১৬০ রান।

রস টেইলর করেন অরপাজিত ১২৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাটিং গড় গিয়ে ঠেকেছে ২৮৫.৫। এই দলের বিপক্ষে তার ইনিংসগুলো দেখার মতো। ৭৬, ৭৬, অপ ১২২, অপ ১৭৩ এবং অপ ১২৪ হলো তার ব্যাটিং ইনিংস।

নিকোলাস ১৫ রানে বিদায় নিলেও ওয়াটলিং করেন অপরাজিত ৮৩ রান। ওয়াটলিং-টেইলর জুটি অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে আরও ১৯৩ রান যোগ করে।

পুরো ১৫০ ওভার ব্যাট করে ৫৮২ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান তিরিপানো, চিনোয়া, শেন উইলিয়ামস এবং গ্রায়েম ক্রেমার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভার থেকে জিম্বাবুয়ে তোলে বিনা উইকেটে ৫৫ রান। টিনো মায়ো ২০ আর চিভাবা ৩১ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।