ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শিরোপা জিতলো সাকিব-গেইলদের জ্যামাইকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
শিরোপা জিতলো সাকিব-গেইলদের জ্যামাইকা ছবি:সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেই ছাড়লো জ্যামাইকা তালাওয়াস। ফাইনালে গায়ানা অ্যামাজন ‍ওয়ারিওর্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি উৎসব করে দলটি।

দলের হয়ে হাফ সেঞ্চুরি করে জয় সহজ করে দেন অধিনায়ক ক্রিস গেইল। এর আগে দুই উইকেট নিয়ে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব আল হাসান।

এবারের টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক দুটি দলই ফাইনালে জায়াগা করে নিল। গ্রুপ পর্বে দুটি দল সব সময় শীর্ষে ছিল। আর ফাইনালের আগে দু’দলের তিনবার সাক্ষাত হয় যেখানে দু’বারই হারে জ্যামাইকা। তবে ফাইনালে ঠিকই জিতে নিল। অ্যামাজন এ নিয়ে সিপিএলের চারবারের আসরে তিনবারই ফাইনাল খেলেছে। তবে শিরোপা জিততে পারেনি। আর জ্যামাইকার ঘরে এ নিয়ে দুটি ট্রফি উঠলো।

 

সোমবার বাংলাদেশ সময় ভোরে শিরোপা জয়ের মিশনে সেন্ট কিটসে নামে দু’দল। তবে আগে ব্যাট করা অ্যামাজন ১৬.১ ওভারে মাত্র ৯৩ রানেই গুটিয়ে ‍যায়। আর জয়ের লক্ষে খেলতে নেমে ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে ৯৫ করে শিরোপা উৎসব করে জ্যামাইকা।

ট্রফি জয়ের মিশনে শুরুটা দুর্দান্ত করেন জ্যামাইকার দুই ওপেনার গেইল ও চাদউইক ওয়ালটন। এদিন নিজের আসল রুপে দেখা ‍যায় ব্যাটিং দানব গেইলকে। মাত্র ২৭ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় ৫৪ করে আউট হন তিনি। অন্যদিকে ২৫ রানে অপরাজিত থাকেন ওয়ালটন। আর ১২ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন কুমার সাঙ্গাকারা।

এর আগে টসে হারা অ্যাজামন প্রথমে ব্যাট করতে নেমে জ্যামাইকার বোলিং তোপে পড়ে। এক সোহেল তানভির ছাড়া অন্যকেউ ২০ রানের কোঠা পার করতে পারেননি। তানভিরের ব্যাট থেকে আসে ৪২ রান। জ্যামাইকা বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ইমাদ ওয়াসিম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ও উইলিয়ামস পান দুটি করে উইকেট। একটি করে উইকেট দখল করেন আন্দ্রে রাসেল ও থমাস।

ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানি বোলার ইমাদ ওয়াসিম। আর টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠে আন্দ্রে রাসেলের হাতে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।