ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় লঙ্কানদের টি-২০ সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় লঙ্কানদের টি-২০ সিরিজ ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে শ্রীলঙ্কা। ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে।

ভিক্টোরিয়ার জিলং’স কার্দিনা পার্ক আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে অভিষিক্ত হবে।

অস্ট্রেলিয়ায় বর্তমানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে স্বীকৃত স্টেডিয়ামগুলোর মধ্যে ১১তম ভেন্যু হিসেবে জিলংকে নিশ্চিত করা হয়। সব মিলিয়ে ২১তম। এই মাঠে বিগ ব্যাশের গত আসরে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

বাকি দু’টি ভেন্যু মেলবোর্ন ও অ্যাডিলেড। ১৭ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২২ ফেব্রুয়ারি।

বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কায় অবস্থান করছে অজিরা। ইতোমধ্যেই টানা দুই টেস্ট জিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসরা তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছেন। এরপর থাকছে পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-২০।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।