ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীন-লারা-সাঙ্গাদের কাতারে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
শচীন-লারা-সাঙ্গাদের কাতারে উইলিয়ামসন কেন উইলিয়ামসন-ছবি:সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে অনন্য এক উচ্চতায় উঠেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিন অঙ্কের এ স্কোর করে তিনি ১৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট খেলুড়ে নয়টি দেশের বিপক্ষে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান।

 

৫০ টেস্টে ৯১ ইনিংসে নিজের ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করেন কিউই দলনেতা।

বর্তমানে খেলছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে উইলিয়ামসন এমন রেকর্ড গড়লেন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে। পাকিস্তানের ইউনিস খান দু’বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েন। এর আগে দক্ষিণ আফ্রিকান তারকা গ্যারি কারেস্টেন ২০০২ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছিলেন।

এমন রেকর্ডে উইলিয়ামসন ভাগ বসিয়েছেন গ্রেটদের তালিকায়। যেখানে রয়েছেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মারভান আতাপাতু, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস, স্টিভ ওয়াহ ও ইউনিস খান।

এদিকে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান ও সবচেয়ে কম ইনিংস খেলে এমন মাইলফলকে সবার ওপরে চলে গেলেন তরুণ এ ক্রিকেটার। তার রেকর্ডটি হলো ৯১ ইনিংস ও দুই হাজার ১২ দিন বয়সে। এর আগে এই রেকর্ডটি ছিল লঙ্কান গ্রেট সাঙ্গাকারার। তিনি ১১৪ ইনিংস ও দুই হাজার ৬৯৩ দিনে রেকর্ডটির মালিক হয়েছিলেন।

উইলিয়ামসন এখন পর্যন্ত শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি সেঞ্চুরি করেছেন। যেখানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সেঞ্চুরি এসেছে দুটি করে। আর একটি করে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপেক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।