ঢাকা: ঘরোয়া ক্রিকেটে ম্যাচ না পাওয়া যেন এতদিন ‘নিয়তি’ হয়ে ছিল জুবায়ের হোসেন লিখনের। ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে ‘ম্যাচখরা’ থেকে মুক্তি পান এ লেগস্পিনার।
জুবায়ের প্রিমিয়ার লিগে শুরুটা করেছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচেই তোলেন ৬ উইকেট। এক ম্যাচ পর আবার বল হাতে ৪ উইকেট নিয়ে সুযোগের যথাযথ ব্যবহার করে যাচ্ছিলেন জামালপুরের এ তরুণ। আবাহনীর প্রথম দুই ম্যাচ জয়ের নায়ক জুবায়ের খেই হারিয়ে ফেলেন পরের ম্যাচগুলোতে।
লিগপর্বে ৮ ম্যাচে ১৩ উইকেট বগলদাবার পর সুপার লিগের কোনো ম্যাচে একাদশে জায়গা পাননি এ লেগস্পিনার। বাংলাদেশ দল যেখানে একজন লেগস্পিনারকে নিয়মিত খেলাতে চায়, সেখানে লিগে অমন শুরুর পর হঠাৎ কেন ছন্দ হারালেন জুবায়ের-প্রশ্নটি এসেই যায়।
সোমবার (৮ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এর উত্তর দিয়েছেন জুবায়ের। ভুল শুধরে সামনে তাকাতে চান এ তরুণ। আসন্ন ইংল্যান্ড সিরিজ, প্রস্তুতি, বোলিং ও নিজের ভবিষ্যত ভাবনা নিয়েও কথা বলেছেন জাতীয় দলের এ লেগ স্পিনার। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের চুম্বক অংশ প্রশ্নোত্তর আকারে পাঠকদের জন্য তুলে ধরা হলো-
প্রশ্ন: প্রিমিয়ার লিগে দারুণ শুরু করেছিলেন। প্রথম দিকের ছন্দটা না থাকায় শেষের দিকে একাদশে জায়গা পাননি। সবমিলিয়ে কেমন অভিজ্ঞতা হলো এবার?
জুবায়ের: ধরতে গেলে এবারই কিন্তু আমার প্রথম প্রিমিয়ার লিগ। এর আগের বার বেশি ম্যাচ খেলা হয়নি। এবারই আমি বেশি ম্যাচ খেলেছি। আবাহনী চ্যাম্পিয়ন টিম এবং চ্যাম্পিয়ন টিমে খেলা মানে অভিজ্ঞতা অন্যরকম। এবারের লিগে সবার কাছ থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি। প্রথম দিকে পারফরম্যান্স ভালো হয়েছে, শেষে সেটি ধরে রাখতে পারিনি। পরের বার যখন প্রিমিয়ার লিগ খেলবো, চেষ্টা করবো এটা রিকভারি করার।
প্রশ্ন: ফিটনেস নিয়ে মারিও ভিল্লাভারায়ন আপনার উপর নাকি একটু অসন্তুষ্ট?
জুবায়ের: আল্লাহর রহমতে ফিটনেস আমার কখনোই খারাপ ছিলনা। একটু ফ্যাট বেড়ে গেছে। এটা কমানো আসলে কোনো ব্যাপার না। দুই-এক মাস কষ্ট করলেই কমে যাবে, ইনশাআল্লাহ। এটা নিয়েও কাজ করছি। জিম, রানিং করছি। এটা কমিয়ে ফেলতে পারবো।
প্রশ্ন: একজন আন্তর্জাতিক খেলোয়াড়, লেগস্পিনারকে সবসময়ই লড়াইয়ের মধ্যে থাকতে হয়। এটাই কি প্রমাণ হলো না আপনি নিজের প্রতি অতটা যত্নশীল নন?
জুবায়ের: প্রিমিয়ার লিগের শেষের কয়েকটা ম্যাচে কিন্তু আমার খেলা হয়নি। ওই সময় আমার কিছু ল্যাকিংস ছিল। আমি নিজে থেকে কিছু কাজ করিনি। ওই জিনিসগুলো এখন উপলব্ধি করতে পারছি। নেক্সট টাইম যখন খেলবো বা ম্যাচের বাইরে থাকবো এই জিনিসগুলো ঠিক করে ফেলবো।
প্রশ্ন: ৬ উইকেট দিয়ে শুরু করলেন। কিসের জন্য উইকেটগুলো পাচ্ছিলেন। খুঁজে বের করতে পারলেন? শেষের দিকে পাচ্ছিলেন না। পার্থক্যটা কি?
জুবায়ের: প্রথম দিকে প্র্যাকটিস ম্যাচ থেকে ভালো উইকেট পাচ্ছিলাম। শেষের দিকে দুইটা ম্যাচে উইকেট পাইনি। এ জন্য আমি মানসিকভাবে একটু ডাউন হয়ে গিয়েছিলাম। এবার আমার একটা অভিজ্ঞতা হলো পরবর্তীতে এমন হবে না।
প্রশ্ন: ইংল্যান্ডের আসার কথা। আপনি টেস্ট দলে নিয়মিত খেলছেন। যদিও বাংলাদেশ অনেকদিন পর পর টেস্ট খেলে। এটা কি আরেক ধরনের চ্যালেঞ্জ কিনা?
জুবায়ের: আমি যখন জাতীয় দলে খেলা শুরু করেছিলাম ওই সময় কিন্তু খুব বেশি ঘরোয়া লিগ খেলা হয়নি। এবার কিন্তু খেলেছি। এবার কিছু না কিছু অর্জন আছে। আগেরবার কিন্তু শূন্য হাতে ছিলাম। চেষ্টা থাকবে অর্জনগুলো কাজে লাগানোর। লেগ স্পিনারদের কিন্তু অভিজ্ঞতাটা অনেক বড় ফ্যাক্ট। চেষ্টা থাকবে অভিজ্ঞতা আরও বাড়িয়ে নেওয়ার।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি