ঢাকা: ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে চারটি ছক্কা হাঁকিয়েছিলেন। আর শিরোপা জেতানো সেই কার্লোস ব্র্যাথওয়েটকে ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে।
এখন পর্যন্ত মাত্র আটটি টি-২০ ম্যাচ খেলা এ তরুণ ক্যারিবীয়ানদের নেতৃত্বে দেবেন। ফ্লোরিডায় ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলনেতা হিসেবে অভিষেক হবে তার।
সম্প্রতি ক্যারিবীয়ান টি-২০ দলের অধিনায়ক থেকে বহিষ্কার করা হয় দেশটিকে দুটি বিশ্বকাপ জেতানো ড্যারেন স্যামিকে। এছাড়া আসছে সিরিজে তাকে দলেও নেওয়া হয়নি। তবে দু’বার বিশ্বকাপ জেতানোর জন্য সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এদিকে বিশ্বকাপে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়া সুনিল নারাইন ও কাইরন পোলার্ডকে দলে নিয়েছে ক্যারিবীয়ান নির্বাচকরা। এছাড়া দলে নেওয়া হয়েছে টেস্ট ও ওয়ানডে থেকে বাইরে থাকা ক্রিস গেইল ও ডোয়েন ব্রাভোকে। আছেন টি-২০’র স্পেশাল স্পিনার স্যামুয়েল বদ্রি এবং টেস্ট-ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল: আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, এভিন লুইস, জেসন হোল্ডার, জনসন চার্লস, কাইরন পোলার্ড, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বদ্রি, সুনিল নারাইন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস