ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

হাফিজের দৃষ্টিতে কোহলি-রুট সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
হাফিজের দৃষ্টিতে কোহলি-রুট সেরা ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল শতক হাঁকিয়ে ক্রিকেট বোদ্ধাদের প্রশংসায় ভাসেন ভারতের দলপতি বিরাট কোহলি। এদিকে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ইংলিশ ব্যাটসম্যান জো রুটও রয়েছেন দুর্দান্ত ফর্মে।

পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হাফিজের দৃষ্টিতে বর্তমান সময়ে কোহলি-রুট সাদা পোশাকে বিশ্বের সেরা ব্যাটসম্যান।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জো রুট ২৫৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৭১ রান নিয়ে। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৬২ রান। এদিকে, প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকানো কোহলি পরের ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন।

হাফিজ জানান, এ মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান কোহলি আর রুট। দেশের মাটিতে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও কম যায় না। আপনি যদি কোহলির দিকে তাকান দেখবেন, সে তিন ফরমেটেই সেরা। আবার যদি রুটের দিকে দৃষ্টি রাখেন দেখবেন তিন ফরমেটেই তার দুর্দান্ত সব সাফল্য। তাদের দেখে তাদের দেশের পরবর্তী জেনারেশন কিছু শিখতে পারবে। সত্যিই তাদের দু’জনকে আলাদা করে বেছে নেওয়ার কোনো উপায় নেই।

হাফিজ যোগ করেন, জুনিয়রদের কাছে তারা খুব দ্রুতই রোল মডেল হয়ে উঠেছে। তাদের ব্যাটিংয়ের ব্যালেন্স, শট সিলেকশন, টাইমিং সব কিছুই দুর্দান্ত। তারা শুধু দেশের সেরা ক্রিকেটার নন, তারা এ মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তাদের খেলা সকলকেই বিমোহিত করে।

রুট আর কোহলিকে নিজের বার্তা পৌঁছে দিতে হাফিজ আরও যোগ করেন, ‘তাদের দু’জনের জন্যই আমার শুভকামনা রইলো। আশা করি দেশের পাশাপাশি কোহলি-রুট ক্রিকেটের স্বার্থেই ভালো কিছু সাফল্য এনে দেবে। কোনো সন্দেহ নেই তাদের ব্যাটিং ক্ষমতা সম্পর্কে। বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে আরও উপরের দিকে যাচ্ছে তারা। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।