ঢাকা: অক্টোবর থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে সিরিজকে সামনে রেখে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সিরিজ আয়োজনের প্রস্তুতি দেখতে রেগ ডিকসনের নেতৃত্বে ১৭ আগস্ট ঢাকায় আসবে তিন সদস্যের ইংল্যান্ড নিরাপত্তা পর্যবেক্ষক দল।
দলটি এসে পর্যবেক্ষণ শেষ করে ইংল্যান্ডে গিয়ে যে প্রতিবেদন দাখিল করবে, তার উপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের এই সিরিজটি আদৌ হবে, কি হবে না।
মঙ্গলবার (৯ আগস্ট) ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সম্ভাব্যতার কথা বলতে গিয়ে তিনি জানান, ‘বাংলাদেশ সফরের বিষয়টি সম্পূর্ণই তাদের উপর নির্ভর করছে। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হলো নিরাপত্তার ব্যাপারে তাদের নিশ্চয়তা দিতে পারি। কিন্তু সিদ্ধান্ত নেয়ার মালিক কিন্তু তারাই। ’
গত ০১ জুলাই গুলশানের হলি আর্টিজেন ও এরপর শোলাকিয়ার জঙ্গি হামলায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশিদের মাঝে বাংলাদেশে অবস্থান ও ভ্রমণ নিয়ে ভীতির সঞ্চার হয়। যা হুমকির মুখে ফেলে দেয় বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার এই সিরিজটিও।
দেশের এই পরিস্থিতি কিছুটা ভীতিকর জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আমাদের কিছুই করার নেই। তবে আমরা থেমেও থাকতে চাইছি না। ইংলান্ডের বিপক্ষে আমাদের সেরা খেলাটি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ’
অস্ট্রেলিয়া থেকে প্রায় দুই মাসের ছুটি কাটিয়ে সোমবার (৮ আগস্ট) জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন টাইগার কোচ। ঢাকায় ফেরার পর মঙ্গলবারই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে জানতে চাওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় মাস পর দলের অবস্থা নিয়েও।
বেশ সাবলিল ভাবেই দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান এই টাইগার কোচ, ‘এটা ঠিক গত ছয়মাসে আমাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিলো না। এই বিরতি ইংল্যান্ডের বিপিক্ষে সিরিজে আমাদের কিছুটা হলেও ভোগাবে। তবে আমরা থেমে থাকতে চাইছি না। চাইছি সিরিজের আগে কিছু প্রস্তুতি ম্যাচ খেলে ক্রিকেটারদের আবার ছন্দে ফিরিয়ে আনতে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৯ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি