ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চালকের আসনে সফরকারী নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
চালকের আসনে সফরকারী নিউজিল্যান্ড

ঢাকা: বুলাওয়েতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিন শেষে জয়ের জন্য আরও ৩২৯ রান দরকার স্বাগতিক জিম্বাবুয়ের। আর স্বাগতিকদের ২-০তে হোয়াইটওয়াশ করতে সফরকারী নিউজিল্যান্ডের দরকার আরও ৭ উইকেট।


 
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৫৮ রান। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৫৮২ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে সব উইকেট হারিয়ে তোলে ৩৬৩ রান। দ্বিতীয় ইনিংসে কিউইরা ২ উইকেটে ১৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় ৩৮৭ রান।
 
প্রথম ইনিংসে কিউইদের হয়ে শতক হাঁকান তিন ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ১৩৬ রান করেন টম ল্যাথাম। ১২৪ রানে অপরাজিত থাকেন রস টেইলর আর ১১৩ রান করে বিদায় নেন দলপতি কেন উইলিয়ামসন। এছাড়া, ওপেনার মার্টিন গাপটিল ৮৭ রান করে ফেরেন। আর ওয়াটলিংয়ের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৩ রান।
 
রানের নিচে চাপা পড়া জিম্বাবুয়েকে কিছুটা টেনে তুলতে ওপেনার মাওয়ো ২৬ আর চিভাবা ৬০ রান করেন। সিকান্দার রাজা ৩ রান করে বিদায় নিলেও চার নম্বরে ব্যাটিংয়ে আসা ক্রেইগ আরভিন করেন ইনিংস সর্বোচ্চ ১৪৬ রান। অভিষিক্ত পিটার মুর করেন ৭১ রান। এই দু’জন স্কোরবোর্ডে আরও ১৪৮ রান যোগ করেন।
 
নিউজিল্যান্ডের হয়ে চারটি উইকেট তুলে নেন ইশ সোধি। দুটি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও ওয়াগনার। এছাড়া একটি করে উইকেট লাভ করেন টিম সাউদি আর ট্রেন্ট বোল্ট।
 
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার ল্যাথাম ১৩ আর গাপটিল ১১ রান করে বিদায় নেন। দলপতি উইলিয়ামসন ৬৮ এবং রস টেইলর ৬৭ রান করে অপরাজিত থেকে দলীয় ১৬৬ রানে ইনিংস ঘোষণা করে।
 
৩৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওপেনার মাওয়ো ৩৫ আর চিভাবা ২১ রান করে বিদায় নেন। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই ফেরেন সিকান্দার রাজা।
 
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।