ঢাকা: দলীয় ১২৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে থাকা ভারতকে টেনে তুললেন রবিচন্দ্রন অশ্বিন ও হৃদ্দিমান সাহা। দু’জনের ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে সফরকারীরা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায় জেসন হোল্ডার। শুরুতেই শিখর ধাওয়ানের (১) উইকেট হারায় টিম ইন্ডিয়া। মাত্র তিন রান করেই সাজঘরে ফেরেন বিরাট কোহলি। রোহিত শর্মাও (৯) উইকেটে থিতু হতে ব্যর্থ হন।
ওপেনার লোকেশ রাহুল ৫০ ও অজিঙ্কা রাহানে ৩৫ রান করে আউট হন। একটা পর্যায়ে লো স্কোরের শঙ্কাই জেগেছিল। সেখান থেকে দলের হাল ধরেন অশ্বিন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সাহা। ৭৫ রানে অশ্বিন আর ৪৬ রান নিয়ে সাহা দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।
আলজারি জোসেফ ও রোস্টন চেজ দু’টি করে উইকেট লাভ করেন। বাকি উইকেটটি নেন শ্যান গ্যাব্রিয়েল।
চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। সিরিজ বাঁচাতে এ ম্যাচেও স্বাগতিকদের হার এড়ানোর বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম