ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের অস্ত্রোপচারের আগে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মোস্তাফিজের অস্ত্রোপচারের আগে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

বুপা হাসপাতাল, লন্ডন থেকে: কাঁধের অস্ত্রোপচারের জন্য জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বর্তমানে লন্ডনের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

অস্ত্রোপচারের সর্বশেষ খবর জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে কথা বলেছেন মোস্তাফিজ ও হাসপাতালে উপস্থিত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে।

প্রধানমন্ত্রী এ সময় বোলিং বিস্ময় মোস্তাফিজকে সাহস যোগাতে বলেন, ভয় পেয়ো না, সুস্থ হয়ে শিগগিরই তুমি আবার ফিরে আসবে ক্রিকেট মাঠে।
 
মোস্তাফিজের প্রতি বিশেষ নজর রাখতে প্রধানমন্ত্রী বিসিবি প্রেসিডেন্টকেও পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট)  মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের আগে লন্ডনে অবস্থানরত বিসিবি সভাপতি বুপা হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও রয়েছেন হাসপাতালে মোস্তাফিজের পাশে।

পাপন জানান, অপারেশন পূর্ববর্তী সব পরীক্ষা-নিরীক্ষা শেষে এখন হাসপাতাল বেডেই আছেন মুস্তাফিজ। আর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস অস্ত্রোপচার করবেন মোস্তাফিজের কাঁধে।

মুস্তাফিজের পাশে থাকতেই বিসিবি সভাপতি লন্ডন এসেছেন জানিয়ে তিনি বলেন, আমাদের আরও অনেক ক্রিকেটার বিভিন্ন সময় বাইরে চিকিৎসা নিলেও একমাত্র মোস্তাফিজের চিকিৎসার সময়েই আমি হাসপাতালে এসেছি। এর মানে এই নয় যে, অন্য ক্রিকেটারের প্রতি বৈষম্য করছি।

আমাদের কাছে সব প্লেয়ারই সমান- এমন মন্তব্য করে তিনি বলেন, মোস্তাফিজ অত্যন্ত সাদাসিদে ও ভীতু প্রকৃতির তরুণ। একটা ইনজেকশন নিতেই সে ভয় পায়। অপারেশন থিয়েটারে ঢুকবে এজন্যই সে ভয়ে অস্থির। এইসব ভয় কাটিয়ে উঠতে সাহস যোগাতেই তার পাশে দাড়ানো।

‘মেজর অপারেশন নয় এটি’- এমনটি জানিয়ে পাপন বলেন, আজ রাতে হয়তো হাসপাতালে থাকতে হবে তাকে। চিকিৎসার খরচ বিসিবিই বহন করবে। আমাদের সন্তানদের দায়িত্ব তো আমাদেরই। দায়িত্ব পালনে যে যতই আগ্রহী থাকুক মূল দায়িত্ব তো অবশ্যই আমাদের।
আগামী অক্টোবরে টেস্ট ও ওয়ানডে খেলতে ইংল্যান্ড টিমের বাংলাদেশে যাওয়ার বিষয়ে নিরাপত্তা নিয়ে তাদের কোনো প্রশ্ন আছে কি না? এমন প্রশ্নে বিসিবি প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা ঝুঁকির প্রশ্নটি আজ শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই প্রযোজ্য। গুলশান হামলার আগে ও পরে উন্নত বিশ্বের বিভিন্ন দেশেও এ ধরনের হামলা হয়েছে ও হচ্ছে। এমন হামলার ভয়ে বিশ্ব কিন্তু থেমে নেই। এগুলো মোকাবেলা করেই আমাদের চলতে হচ্ছে। ইংল্যান্ড টিমের বংলাদেশে যাওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হবে না বলেই আমাদের বিশ্বাস।

মোস্তাফিজের কাঁধের অপারেশন খুব গুরুতর কিছু না, এমন মন্তব্য করে বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যেই অপারেশন সফলভাবে সম্পন্ন হবার কথা।

৫/৬ মাসের মধ্যেই মোস্তাফিজ খেলার জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন দেবাশীষ চৌধুরী।

স্থানীয় সময় বিকেল ৩ টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সর্বশেষ খবর অনুযায়ী তখনও অপারেশন থিয়েটারে নেওয়া হয়নি মোস্তাফিজকে। হাসপাতালে অবস্থানরত ডা. দেবাশীষ বাংলানিউজকে জানান সাড়ে তিনটা নাগাদ হয়তো তাকে অপারেশন থিয়েটারে নেওয়া।

কাটার মাস্টার মোস্তাফিজকে সাহস যোগাতে বুপা হাসপাতাল প্রাঙ্গণে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত রয়েছেন ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানসহ সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬/আপডেট: ২০৩৭ ঘণ্টা
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।