ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সমর্থকদের ধন্যবাদ জানালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
সমর্থকদের ধন্যবাদ জানালেন মোস্তাফিজ ছবি: মোস্তাফিজের ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: কাঁধের অস্ত্রোপচারের পর কেমন আছেন মোস্তাফিজ? এমন প্রশ্নই বিরাজ করছে বাংলাদেশের কাটার মাস্টারের ভক্তদের মাঝে। শঙ্কার কিছু নেই, হাসপাতালের বেডে শুয়ে টাইগার এই পেসার তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন।

ছবির ক্যাপশনে লেখা ‘সকলকে ধন্যবাদ, যারা আমাকে অনেক ভালোবাসেন এবং সমর্থন দিয়েছেন’ (Thank you all for the lots of love and support...‪#‎Fizz‬)।

এর আগে লন্ডন থেকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ ও ভালোই আছেন মোস্তাফিজ। আগে জানানো হয়েছিল, তাকে শুক্রবারই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। শরীরে কিছু ব্যথা অনুভব করায় শেষ পর্যন্ত আরও একদিন তাকে হাসপাতালে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন কনসালট্যান্ট। ফলে, লন্ডনে অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক মোস্তাফিজ শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল ত্যাগ করেন।

মোস্তাফিজের অস্ত্রোপচার হয় লন্ডনের প্রখ্যাত কেনসিংটন বুপা হসপিটালে।

তাকে নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে বিসিবির চিকিৎসক জানিয়েছিলেন, একটি সফল মাইনর অপারেশন শেষে শারীরিক ব্যথার পুরো উপশম শেষেই মোস্তাফিজ হাসপাতাল ত্যাগ করবে, এমন চিন্তা থেকেই আরও একদিন হাসপাতালে রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, হাসপাতালে মোস্তাফিজকে দেখতে গিয়েছিলেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।