ঢাকা: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু ৭ অক্টোবর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ।
তবে একটা-দুইটার বেশি ম্যাচ খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশের ওয়ানডে দলে যারা থাকবেন সিরিজের আগে তারা খেলবেন প্রথম রাউন্ড। টেস্ট দলে যারা থাকবেন তারা খেলবেন দুটি করে ম্যাচ।
রোববার (১৪ আগস্ট) মিরপুরে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘ওয়ানডে টিমে যারা খেলবে তারা প্রথম ম্যাচটা খেলতে পারবে। সম্ভবত টেস্ট টিমে যারা থাকবে ওরা দ্বিতীয়টাতেও খেলতে পারবে। বেশিরভাগ জাতীয় দলের ক্রিকেটারই বিসিএল খেলছে। ’
ফতুল্লা ও বিকেএসপিতে বিসিএলের ম্যাচগুলো হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে ঢাকা ও চট্টগ্রামকে বেছে নেয়া হতে পারে বলে জানিয়েছেন আকরাম খান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ইংল্যান্ড সিরিজের ভেন্যুতে বিসিএলের ম্যাচ হোক-এমনটা চাইছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান বলেন, ‘বিসিএল যেহেতু আমাদের দীর্ঘ পরিসরের ক্রিকেটের সেরা টুর্নামেন্ট তাই এটা আমরা টেস্ট ভেন্যুতেই করতে চাই। কোচ চেয়েছে ঢাকা ও চট্টগ্রাম টেস্ট ভেন্যুতে করার জন্য। গ্রাউন্ডস কমিটির সঙ্গে বসে চেষ্টা করা হবে টেস্ট ভেন্যুতে খেলা দেওয়ার। ’
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এসকে/এমআরএম