ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সমতা ফেরানো টেস্টে পাকিস্তানের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
সমতা ফেরানো টেস্টে পাকিস্তানের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: ওভাল টেস্টে স্লো ওভার-রেটের কারণে পাকিস্তান দলকে জরিমানা করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) শেষ হওয়া ম্যাচটিতে  ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফেরে সফরকারীরা।

নির্ধারিত সময়ে টার্গেট ওভারের চেয়ে এক ওভার কম করার জেরে পাকিস্তান টিমকে জরিমানার আওতায় আনেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ লঙ্ঘন হওয়ায় পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ক মিসবাহ উল হককে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মিসবাহ জরিমানা মেনে নেওয়ায় এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না। তবে পরবর্তী ১২ মাসের মধ্যে যদি পাকিস্তান টেস্টে একই অপরাধ করে আর মিসবাহ অধিনায়ক থাকেন তবে তিনি এক ম্যাচে নিষেধাজ্ঞার ‍আওতায় পড়বেন।

এদিকে, সমতায় সিরিজ শেষ করায় টেস্ট র‌্যাংকিংয়ে আগের তৃতীয় স্থানেই অবস্থান করছে পাকিস্তান। দু’দলের সামনে এবার সীমিত ওভারের সিরিজ। আগামী ২৪ আগস্ট প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ আগস্ট, ১, ৪ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর একমাত্র টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।