ঢাকা: জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে কোচিং স্টাফদের সবাই যোগ দিলেও এখনও ঢাকায় ফেরেননি সহকারী কোচ রুয়ান কালপাগে। ফেরার সম্ভাবনা কতটুকু সে ব্যাপারেও ওয়াকিবহাল নয় বিসিবি।
বিসিবি কালপাগে’কে ১৬ আগস্টের মধ্যে ঢাকায় ফেরার ডেডলাইন বেধে দিয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কালপাগে বিসিবির সঙ্গে যোগাযোগ করেননি।
কালপাগের ব্যাপারে গতকাল (১৪ আগস্ট) বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে তার নিজ বাসায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিসিবি ১৬ আগস্টের একটি ডেডলাইন দিয়েছে রুয়ানকে। যদি এ সময়ের মধ্যে না আসে আমরা তার বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেলবো। ’
আগামীকালের মধ্যে না ফিরলে সহকারী কোচের দায়িত্ব হারাতে পারেন রুয়ান কালপাগে। নিরাপত্তা ঝুঁকির কথা বলে ঢাকায় ফিরতে বিলম্বের কথা জানালেও ভেতরে ভেতরে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের কোচ হওয়ার চেষ্টায় আছেন তিনি। আমিরাতের হেড কোচ হওয়ার হাতছানিতেই নাকি বিসিবির সঙ্গে এই টালবাহানা!
বিসিবি সূত্রে জানা গেছে কালপাগে না এলে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল পেতে পারেন সহকারী কোচের দায়িত্ব।
জাতীয় দলের পেস বোলিং নিয়োগের ব্যাপারে বিসিবি সভাপতি জানান, ‘যখন নতুন কোচের সঙ্গে চুক্তি করি তখন আমরা নিশ্চয়তা দিয়েছি ২৫ আগস্টের আগে তার নাম প্রকাশ করবো না। সব কিছু ঠিকঠাকই আছে। তার অনুরোধের কারণেই আমরা নাম ঘোষণা করছি না। এমনও হতে পারে ২৬ আগস্ট নতুন কোচকে সঙ্গে নিয়েই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করলাম। ’
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি