ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কালপাগেকে বরখাস্ত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
কালপাগেকে বরখাস্ত করলো বিসিবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বেঁধে দেয়া সময়ের (১৬ আগস্ট) মধ্যে ঢাকায় না ফেরায় সহকারী কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন, বিসিবির সর্বশেষ চিঠির কোনো জবাব দেননি এ শ্রীলঙ্কান কোচ।

ইএসপিএন ক্রিকইনফোকে জালাল ইউনুস বলেন, ‘আমরা তাকে (কালপাগে) ১৬ আগস্টের মধ্যে ফিরে আসার সময়সীমা বেঁধে দিয়েছিলাম। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বিসিবি তার চুক্তি বাতিল করেছে। ’

গত ১৭ আগস্ট বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে না ফেরায় কালপাগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড। শেষ পর্যন্ত সেটিই এখন বাস্তবায়িত হলো। এর আগে ঢাকায় নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন কালপাগে।

বিসিবি সূত্রমতে, অন্যান্য বিদেশি কোচিং স্টাফরাও একই রকম নিরাপত্তা উদ্বেগের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন এ মাসের শুরুতে ঢাকায় ফেরেন। প্রত্যেকের জন্য একজন করে সিকিউরিটি অফিসার নিযুক্ত করা হয়েছে।

২০১৪ সালের মে মাসে হাথুরুসিংহে ও ভিল্লাভারায়নকে নিয়োগ দেওয়ার পর আগস্টে সহকারী কোচ হিসেবে কালপাগের সঙ্গে দু’বছরের চুক্তি করেছিল বিসিবি। অন্যান্য বিদেশি কোচিং স্টাফদের মতো তার সঙ্গেও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট একাডেমির হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন কালপাগে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।