ঢাকা: পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে সাত দিনের বিশ্রামে থাকতে হচ্ছে। হাঁটুর চোটের কারণে টি-টোয়েন্টির সেরা এই ক্রিকেটারকে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে।
সম্প্রতি পুরোনো হাঁটুর ব্যথা আফ্রিদিকে বেশ ভোগাচ্ছিল। পরে লাহোরের একটি হাসপাতালে এমআরআই করান তিনি। ডানহাঁটুর ব্যথার জন্য করানো স্ক্যান রিপোর্টে বাজে কিছু ধরা না পড়লেও পাকিস্তানের সাবেক এই দলপতিকে তার চিকিৎসক পুরোপুরি বিশ্রামে থাকার উপদেশ দেন।
আফ্রিদি জানান, আমি খুব শিগগিরই মাঠে ফিরবো। পুনর্বাসন প্রক্রিয়ায় ব্যথা কমাতে আমাকে সাত দিন বিছানায় থাকতে হবে। সতর্ক থাকতেই আমি এমআরআই করিয়েছিলাম। আশা করছি ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাঝপথেই ব্যথা কমে যাবে। সকল ভক্তদের কাছে আমি দোয়া চাইছি।
আগামী ২৫ আগস্ট ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা ছিল আফ্রিদির। প্রথম ম্যাচটি মিস করার সম্ভাবনা থাকলেও পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৬
এমআরপি