ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের প্রতিপক্ষ এখন বেরসিক ‘বৃষ্টি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
কোহলিদের প্রতিপক্ষ এখন বেরসিক ‘বৃষ্টি’ ছবি: সংগৃহীত

ঢাকা: পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে সফরকারী ভারত চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত মাত্র ২২ ওভার বল করার সুযোগ পেয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুই উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

আর এই ‘সুযোগ’ করে দেয় কুইন্স পার্ক ওভালের বেরসিক ‘বৃষ্টি’।

থেমে থেমে বৃষ্টি হওয়ায় দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। প্রথম দিনই শুধু এক সেশনেরও কম খেলা হয়।

ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে হারিয়ে ভারতের টেস্ট শ্রেষ্ঠত্ব ধরে রাখার যে লক্ষ্য, সেটি অনেকটাই উবে যাওয়ার উপক্রম। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত আগেই চার ম্যাচের সিরিজ নিশ্চিত করে। কিন্তু, শ্রীলঙ্কায় স্বাগতিকদের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ে টেস্ট র্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠা দলটির সেরার আসন ধরে রাখতে এই ম্যাচে জিততেই হবে বিরাট কোহলিদের।

সফরকারী ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন ব্যাটিংয়ে নেমে বৃষ্টি বাগড়ায় পড়তে হয় ক্যারিবীয়দের। প্রথম দিন ক্যারিবীয় ওপেনার লিওন জনসন ব্যক্তিগত ৯ রানে বিদায় নেন। ইশান্ত শর্মার বলে রোহিত শর্মার তালুবন্দী হয়ে দলীয় ৩১ রানের মাথায় তিনি সাজঘরে ফেরেন। উইকেটে সেট হওয়ার আগেই ব্যক্তিগত মাত্র ১০ রান করে বিদায় নেন ড্যারেন ব্রাভো। অশ্বিনের ঘূর্ণিতে পরাস্ত হলে বোল্ড হন ব্রাভো।

দলীয় ৪৮ রানের মাথায় দুই উইকেটের পতনের পর আর কোনো উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের। উইকেটে অপরাজিত আছেন ৭৮ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করা ওপেনার কার্লোস ব্রাথওয়েইট। ৪ রান নিয়ে অপরাজিত আছেন মারলন স্যামুয়েলস। তৃতীয় দিন ব্যাট হাতে নামার অপেক্ষায় তারা।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।