ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সোমবার ফিরবেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
সোমবার ফিরবেন মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে বাম কাঁধে সফল অস্ত্রোপচারের পর টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের শুক্রবার (১৯ আগস্ট) দেশে ফেরার কথা থাকলেও তিনি আগামী সোমবার (২২ আগস্ট) ঢাকায় ফিরবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, মোস্তাফিজ লন্ডন সময় রোববার দেশের উদ্দেশে বিমানে উঠবে। বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোমবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে। তার সঙ্গেই আসবেন লন্ডনে যাওয়া বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী।

অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস মোস্তাফিজের অস্ত্রোপচার করেন। দেশে ফেরার আগে গত বুধবার (১৭ আগস্ট) মোস্তাফিজ আরেকবার চিকিৎসকের কাছে চেক আপের জন্য গিয়েছিলেন। ওয়ালেসের সঙ্গে দেখা করার পর জানা যায়, অস্ত্রোপচার-পরবর্তী কোনো জটিলতা নেই তার বাঁ কাধে। মোস্তাফিজের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন, মোস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে। তাকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।

এদিকে, বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, দেশে ফেরার পর পুনর্বাসনের জন্য মোস্তাফিজের দায়িত্ব দেওয়া হবে ফিজিও বায়েজেদুল ইসলামের উপর।

সাসেক্স ছেড়ে দেওয়ার পর মোস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন। তবে, অস্ত্রোপচারের পর পূর্ব লন্ডনের ডেগেনহামে মোস্তাফিজকে নিয়ে বোনের বাসায় উঠেন সাব্বির।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন এক মাস পর থেকেই। ব্যাটিংটাও চালিয়ে যেতে পারবেন।

হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় এই কারণে আপাতত মুস্তাফিজকে হালকা ব্যায়াম করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।