ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের স্কিল ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
টাইগারদের স্কিল ক্যাম্প শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে শনিবার (২০ আগস্ট) থেকে মিরপুরে স্কিল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এক মাসের কন্ডিশনিং ক্যাম্প শেষে আজ থেকে ব্যাট-বল হাতে নিল টাইগাররা।

নানার মৃত্যুর কারণে স্কিল ক্যাম্পের প্রথম দিন থাকতে পারেননি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

 

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে মিরপুরের ইনডোরে পাশাপাশি তিনটি নেটে দুই ঘন্টা ধরে চলে ব্যাটিং-বোলিং অনুশীলন। অনুশীলনে চোখ রাখেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন।

আসন্ন সিরিজকে সামনে রেখে গত ২০ জুলাই মিরপুরে শুরু হয় টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। প্রায় এক মাস ফিটনেসের উপর কাজ করেন ক্রিকেটাররা। শেষে দিকে কয়েকটা দিন ফিল্ডিং নিয়েও কাজ হয়েছে ক্যাম্পে। ব্যাটিং-বোলিংয়ে দক্ষতা বাড়ানোর মূল অনুশীলন শুরু হলো আজ থেকেই।

ক্রিকেটারদের পরখ করতে মূল দল ঘোষনার আগে নিজেদের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি-মুশফিকরা। প্রথমটি আগামী ২৫ আগস্ট। সিপিএল খেলে ছুটিতে থাকা সাকিব আল হাসানও খেলবেন প্রথম প্রস্তুতি ম্যাচে। পরের দুটি ম্যাচ ৩ ও ৬ সেপ্টেম্বর। ৭ অক্টোবর থেকে ঈদ-উল-আযহার ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তার আগেই ঘোষণা করা হবে ওয়ানডে ও টেস্টের মূল স্কোয়াড।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৬

এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।