ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চাপ কাটিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
চাপ কাটিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত প্রোটিয়াদের ছবি: সংগৃহীত

ঢাকা: ডারবানের আকাশে বৃষ্টির কারণে লাঞ্চের আগেই পণ্ড হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ২৬৩ রানের জবাবে সফরকারী নিউজিল্যান্ড তুলেছে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫ রান।

এর আগে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে চাপের মধ্যেই রেখেছিল সফরকারী নিউজিল্যান্ড। প্রথম টেস্টের প্রথম দিন আলোক স্বল্পতার কারণে আগেই খেলা শেষ হওয়ার পূর্বে প্রোটিয়ারা ৮ উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। দ্বিতীয় দিন নেমে অলআউট হওয়ার আগে সংগ্রহ দাঁড়ায় ২৬৩ রান।

আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া ওপেনার স্টেফেন কুক ২০ আর ডিন এলগার ১৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা হাশিম আমলা ইনিংসের হাল ধরে করেন ব্যক্তিগত ৫৩ রান। চার নম্বরে নামা জেপি ডুমিনির ব্যাট থেকে আসে ১৪ রান।

এছাড়া, দলপতি ডু প্লেসিস ২৩, তেমবা বাভুমা ৪৬ আর কুইন্টন ডি কক ৩৩ রান করে বিদায় নেন। ভালো শুরুর পরও কোনো প্রোটিয়া ব্যাটসম্যান নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ভারনন ফিল্যান্ডার ৮ রানে বিদায় নেন। প্রথম দিন শেষে ১৪ রানে অপরাজিত থাকা কেগিসো রাবাদা ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন।

কিউইদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন ওয়াগনার আর ট্রেন্ট বোল্ট। দুটি উইকেট পান মিচেল স্যান্টনার।

কিউইরা ব্যাটিংয়ে নামলে জ্বলে উঠেন প্রায় ৮ মাস পর সাদা পোশাকে ফেরা প্রোটিয়া গতিদানব ডেল স্টেইন। দুই ওপেনার মার্টিন গাপটিল আর টম ল্যাথামকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। ৬ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৪ মেডেনে দুটি উইকেট দখল করেন স্টেইন।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।