ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শিরোপা ঘরে তুললো নর্দাম্পটনশায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
শিরোপা ঘরে তুললো নর্দাম্পটনশায়ার

ঢাকা: ডারহামকে চার উইকেটে হারিয়ে ইংলিশ কাউন্টি ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপা ঘরে তুললো নর্দাম্পটনশায়ার। ডারহামের ১৫৩ রানের জবাবে ছয় উইকেট হারিয়ে পাঁচ বল বাকি থাকতে দ্বিতীয় ট্রফি জেতে তারা।

বার্মিংহামের এজবাস্টনে জয়ের লক্ষে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নর্দাম্পনশায়ার। দলীয় নয় রানেই তিন উইকেট হারায় তারা। তবে জস কবের ৮০ ও অ্যালেক্স ওয়াকেলির ৪৩ রানে ভর করে জয় পায় তারা।

টসে জিতে এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৫৩ রান করে ডারহাম। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন কিয়েটন জেনিংস। নর্দাম্পটনশায়ারের হয়ে তিনটি উইকেট পান বেন স্যানডারসন আর দুটি উইকেট লাভ করেন ররি ক্লেইনভেল্টড।

এই টুর্নামেন্টের দল সাসেক্সের হয়ে দুটি ম্যাচে খেলেছিলেন বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই বাজিমাত করে চার উইকেট তুলে নেন তিনি। তবে ইনজুরিতে পড়ায় আর খেলা হয়নি কাটার মাস্টারের।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।