ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ট্রটের একাদশে শচীন-পন্টিং-ওয়াকার-মুরালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ট্রটের একাদশে শচীন-পন্টিং-ওয়াকার-মুরালি

ঢাকা: একই দলে খেলছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, শেন ওয়ার্ন ও ওয়াকার ইউনিসের মতো তারকারা! কেমন দুর্দান্তই না হতো? তবে এমনটি না হলেও ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জনাথন ট্রট নিজের সর্বকালের সেরা একাদশ এমন তারকাদের নিয়ে সাজিয়েছেন।

 

ট্রট ইংলিশ ক্রিকেটার হলেও তার একাদশে তিনি অস্ট্রেলিয়ানদের প্রাধান্য রেখেছেন।

যেখানে ওপেনে রয়েছে স্বদেশী অ্যালিস্টার কুকের সঙ্গে অজি মাইকেল স্লেটার। একমাত্র ইংলিশ হিসেবে কুকই রয়েছেন এ তালিকায়।

ব্যাটিংয়ে আরও আছেন পন্টিং, শচীন। স্টিভ ওয়াহকে রাখা হয়েছে অধিনায়ক হিসেবে। যেখানে উইকেটের পেছনে রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট। অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন জ্যাক ক্যালিস।

একাদশে দু’জন স্পিনার রয়েছে, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। আর পেস বোলিংয়ে মূল দায়িত্ব সামলাবেন ওয়াকার ইউনিস ও অ্যালান ডোনাল্ড।

জোনাথন ট্রটের সর্বকালের একাদশ: অ্যালিস্টার কুক, মাইকেল স্লেটার, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, স্টিভ ওয়াহ (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, ওয়াকার ইউনিস, অ্যালান ডোনাল্ড।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।